ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক স্কোয়াড ঘোষণা জেমি ডে’র

প্রকাশিত: ১০:৪১, ১৭ আগস্ট ২০১৯

 প্রাথমিক স্কোয়াড ঘোষণা জেমি ডে’র

রুমেল খান ॥ এ যেন ‘শেষ হইয়াও হইলো না শেষ’। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শুক্রবার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সে অনুযায়ী নির্দিষ্ট দিনে স্কোয়াড ঘোষণাও করে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। তবে চূড়ান্ত নয়, ঘোষণা করা হয় প্রাথমিক স্কোয়াড। কেননা চূড়ান্ত দলে রাখার নিয়ম ২৩ ফুটবলারকে। কিন্তু বাফুফের পাঠানো ই-মেইলে দেখা গেছে স্কোয়াডে রাখা হয়েছে ২৫ ফুটবলারকে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এ নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও তালিকাটি পেয়েছি। আপনাদের মতো আমিও বিষয়টি ঠিক বুঝতে পারছি না।’ পরে বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিতের (যিনি মেইলটি পাঠিয়েছেন) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি চূড়ান্ত স্কোয়াড নয়, প্রাথমিক স্কোয়াড। আগামী ২৫ আগস্টের পর কোচ জেমি ডে স্কোয়াডটিকে ২৩ জনে নামিয়ে আনবেন। সেটিই হবে চূড়ান্ত স্কোয়াড।’ ২৫ আগস্ট থেকেই লাল-সবুজবাহিনীর অনুশীলন শুরু হওয়ার কথা। ওইদিনই খেলোয়াড়দের রিপোর্টিং করতে হবে। এছাড়া আগামী ১৯ আগস্ট ন্যাশনাল টিমস কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিনই আবার নিজ দেশ ইংল্যান্ড থেকে ছুটি শেষে ঢাকায় ফেরার কথা জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র। আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। এটি মূলত নিরপেক্ষ ভেন্যু। কেননা আফগানিস্তান এখন যুদ্ধ কবলিত দেশ। এই ম্যাচকে সামনে রেখে সম্প্রতি ৩৮ সদস্যের খসড়া দল বাফুফেকে পাঠান প্রধান কোচ জেমি ডে। আর এখান থেকে যাচাই বাছাই করেই সংখ্যাটা ২৫-এ নামিয়ে এনেছেন তিনি। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৫ আগস্ট থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। আর তাজিকিস্তানের কন্ডিশন বিবেচনায় অন্তত ১০ দিন আগে দুশানবেতে যেতে চায় জেমি ডে’র শিষ্যরা। সেই সঙ্গে ফুটবলারদের চাঙ্গা রাখতে তাজিকিস্তানের দুটি শীর্ষ ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে বাফুফের। বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে কাতারে ক্যাম্প করছে না জাতীয় ফুটবল দল। আফগানিস্তানের হোম ভেন্যু তাজিকিস্তান হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনছে বাফুফে। ১০ দিন আগে তাজিকিস্তানে কন্ডিশনিং ক্যাম্প করতে চান কোচ জেমি ডে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে। ২৫ জনের প্রাথমিক দলে আছেন মোট ছয় ক্লাবের খেলোয়াড়। সবচেয়ে বেশি আছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেডের ৭ জন করে ফুটবলার। তারপর দ্বিতীয় সর্বাধিক ৪ জন করে আছেন লীগের তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করা শেখ রাসেল ক্রীড়া চক্র এবং সাইফ স্পোর্টিং ক্লাবের। আরামবাগ ক্রীড়া সংঘের আছেন ২ জন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সুযোগ পেয়েছেন এক ফুটবলার। ২৫ জনের প্রাথমিক দলে বিভিন্ন পজিশনের প্লেয়ার আছেন এ রকম : ৩ গোলরক্ষক, ৯ ডিফেন্ডার, ৮ মিডফিল্ডার এবং ৫ ফরোয়ার্ড। নতুন করে দলে ঢুকেছেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল এবং একই দলের ফরোয়ার্ড সাদউদ্দিন। বাদ পড়েছেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল এবং মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু। সম্ভাব্য অধিনায়ক সাইফে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া। প্রাথমিক দল ॥ গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো; ডিফেন্ডার : টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, এসএম মঞ্জুরুর রহমান, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, নুরুল নাইম ফয়সাল, ইয়াসিন আরাফাত; মিডফিল্ডার মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম; ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদউদ্দিন, জুয়েল রানা।
×