ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ধনঞ্জয়ার ঘূর্ণি জাদুর পর টেইলরের ব্যাটিং দৃঢ়তা

প্রকাশিত: ১০:১৩, ১৫ আগস্ট ২০১৯

 ধনঞ্জয়ার ঘূর্ণি জাদুর পর টেইলরের ব্যাটিং দৃঢ়তা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। প্রথমদিনেই গলে নিউজিল্যান্ডকে বিপদে ফেলেছে শ্রীলঙ্কা। তা সম্ভব হয়েছে আকিলা ধনঞ্জয়ার (৫/৫৭) ঘূর্ণি জাদুতে। তবে সেই বিপদ থেকে আবার নিউজিল্যান্ডকে মুক্তও করার চেষ্টা করছেন রস টেইলর (৮৬*)। টেইলরের দৃঢ় ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে প্রথমদিনে ২০৩ রান করেছে কিউইরা। বৃষ্টির তোপে ভালভাবেই পড়েছে গল টেস্ট। শুরুতে বৃষ্টি। দিনের শেষে বৃষ্টি। আর তাই ৬৮ ওভারের বেশি খেলা হয়নি। এই ওভারেই ৫ উইকেই খুইয়ে ফেলেছে নিউজিল্যান্ড। তবে দুই শ’ রানের ওপরে করেও ফেলেছে। উপমহাদেশের উইকেট। স্বাভাবিকভাবেই স্পিনে ধুঁকতে থাকার কথা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। তা হয়েছেও। ১৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে কিউইরা। ৫টি উইকেটই নেন ধনঞ্জয়া। তবে টেইলর যে উইকেট আঁকড়ে আছেন, তিনিই দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন। ১৩১ বলে ৬ চারে অপরাজিত ৮৬ রান করে উইকেটে আছেন টেইলর। আজ দ্বিতীয়দিনে মিচেল স্যান্টনারকে (৮*) সঙ্গে নিয়ে খেলতে নামবেন টেইলর। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে শুরুটা ভাল করলেও লঙ্কান স্পিনার ধনঞ্জয়ার স্পিন ঘূর্ণিতে একের পর উইকেট হারাতে থাকে সফরকারী দলটি। উদ্বোধনী জুটিতে জিত রাভাল ও টম লাথাম ৬৪ রান তোলেন। প্রথম উইকেট (লাথাম-৩০ রান) ৬৪ রানে পড়ার পর ৭১ রানের মধ্যে রানের খাতা খোলার আগে উইলিয়ামসন ও রাভাল (৩৩ রান) আউট হয়ে যান। এরপর টেইলর ও হেনরি নিকোলস মিলে বড় জুটি গড়ার আশা জাগান। দলকে ১৭১ রানে নিয়েও যান দুইজন। ১০০ রানের জুটি হতেই নিকোলস (৪২) আউট হয়ে যান। নিকোলসের পর আর ৮ রান যোগ হতেই ওয়াটলিংও (১) সাজঘরের পথ ধরেন। এরপর ২০৩ রান পর্যন্ত আর কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ধনঞ্জয়ার ঘূর্ণিতে আউট হওয়া পাঁচ ব্যাটসম্যান ভুগলেও তা সামলে নেন টেইলর। একপাশ আগলে থাকেন স্যান্টনার। আরেক পাশে রান তুলতে থাকেন টেইলর। টেইলর ও স্যান্টনার মিলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। দ্বিতীয় সেশনের পর যে বৃষ্টি নামা শুরু হয় তা আর থামেইনি। তাতে করে আলো স্বল্পতায় প্রথমদিনের খেলা শেষ হয়। দারুণ বল করা আকিলা ২২ ওভারে ২টি মেডেনসহ ৫৭ রানে পাঁচ উইকেট তুলে নেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেট দখল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে দুই দল। প্রথম টেস্ট শুরু হয়েছে। শ্রীলঙ্কার জন্য সিরিজটি জয়-হারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নিউজিল্যান্ডের জন্য শ্রেষ্ঠত্বের লড়াই। এই সিরিজে লঙ্কানদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই ভারতকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেবে নিউজিল্যান্ড। ১১৩ পয়েন্ট নিয়ে বর্তমান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বিরাট কোহলির দল। তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে কিউইরা। তাই তুলনামূলক কম শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে ওঠার দারুণ সুযোগ রয়েছে কেন উইলিয়ামসনদের। কিন্তু প্রথমদিনই যে হাল তাতে বিপদ দেখা দিতে পারে। স্কোর ॥ গল টেস্ট প্রথমদিন শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২০৩/৫; ৬৮ ওভার (টেইলর ৮৬*, নিকোলস ৪২, রাভাল ৩৩, লাথাম ৩০, স্যান্টনার ৮*; ধনঞ্জয়া ৫/৫৭)।
×