ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘গণ্ডি’ চলচ্চিত্রের শূটিং করতে ঢাকা আসছেন সব্যসাচী চক্রবর্তী

প্রকাশিত: ১২:৪৪, ৯ আগস্ট ২০১৯

‘গণ্ডি’ চলচ্চিত্রের শূটিং করতে ঢাকা আসছেন সব্যসাচী চক্রবর্তী

সংস্কৃতি ডেস্ক ॥ ‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’র শেষ লটের দৃশ্যধারণ শুরু হবে আসছে সেপ্টেম্বরে। এতে অংশ নিতে ৩১ আগস্ট ঢাকায় আসছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। চলতি বছরের শুরুতে লন্ডন ও মার্চে কক্সবাজারের গণ্ডি ছবির কিছু অংশের চিত্রায়ন করে এসেছেন নির্মাতা। এবার ঢাকাতেই চলবে এই ছবির ক্যামেরা। ফাখরুল আরেফীন খান বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ হবে। সেখানে থাকবেন ফেলুদাখ্যাত সব্যসাচী, সুবর্ণা মুস্তাফাসহ আরও অনেকে। ১ সেপ্টেম্বর থেকে ঢাকার বেশ কয়েকটি স্খানে টানা ১২ দিন চলচ্চিত্রটির দৃশ্যধারণ হবে বলে জানান পরিচালক। রোমান্টিক-কমেডি ঘরানার ‘গ-ি’ চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কিভাবে নেয় এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। বাংলাদেশের এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গেল মার্চে বাংলাদেশের কক্সবাজরের চলচ্চিত্রটির কিছু অংশের চিত্রায়ন হয়েছে। এবারের পুরো চলচ্চিত্রের দৃশ্যধারণ হবে। আশা করছি বেশ ভাল একটি চলচ্চিত্র হবে। পাশাপাশি এতে আমার সহশিল্পী হিসেবে আমি পেয়েছি বাংলাদেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। সুবর্ণা মুস্তাফা বলেন, চলচ্চিত্রের বিষয় বৈচিত্র্য ভাল। পাশাপাশি একদল তরুণ চলচ্চিত্রের পেছনে কাজ করছেন। তারা প্রত্যেকেই যথেষ্ট পরিশ্রম করছে। এমন গল্পের চলচ্চিত্রটি দর্শকের কাছে ভাল লাগবে বলে আমার বিশ্বাস। ‘গ-ি’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।
×