ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ১১:৫৩, ৮ আগস্ট ২০১৯

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল

নানা অনিয়মে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় বাড়ল। কোম্পানিটিকে আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামী ১৪ আগস্ট থেকে ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে কোম্পানিটির। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। সেই স্থগিতাদেশই বর্ধিত হলো মঙ্গলবারের বোর্ড সভায়। -অর্থনৈতিক রিপোর্টার ফারইস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×