ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিগুরুর প্রয়াণ দিবসে অণিমা রায়

প্রকাশিত: ০৮:৩৪, ৫ আগস্ট ২০১৯

 কবিগুরুর প্রয়াণ দিবসে অণিমা রায়

স্টাফ রিপোর্টার ॥ এদেশে রবীন্দ্রনাথকে দিবস ভিত্তিক চর্চা করেন অনেকেই। তবে যারা সারাদিন মান আরাধ্য জেনেই, রবীন্দ্রনাথকে ভালবেসে মর্মে বাঁধেন এমন শিল্পী হাতে গোনা কয়েকজন। তার ভেতরে অন্যতম জনপ্রিয় শিল্পী অণিমা রায়। ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন টানা তিন বছর। বর্তমানে সেই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পিএইচ ডি করছেন। পাশাপাশি নিয়মিতই বিভিন্ন অনুষ্ঠানে ও টেলিভিশন চ্যানেলে গাইছেন তিনি। কবিগুরুর-প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে কণ্ঠে ধারণ করেছেন কবিগুরুর জনপ্রিয় গান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। গানটির সঙ্গীত ব্যবস্থাপনায় আছেন ওপার বাংলার প্রত্যুষ ব্যানার্জী। সম্প্রতি গানটির বিষয় বৈচিত্র্যকে কেন্দ্র করেই একটি নান্দনিক ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। বিরুলিয়ার জমিদার বাড়ি, গোলাপ বাগান, ঝিল ও আশপাশের মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন অমিত রয় শান্তা। অণিমা রায় বলেন ‘রবীন্দ্রনাথের গানটি আমি আমার জীবনবোধের অংশ হিসেবেই গাইবার চেষ্টা করি। তাই প্রতিটি গানই বিভিন্ন ধরনের সঙ্গীতায়োজনে হয়ে ওঠে অনন্য। রবীন্দ্রসঙ্গীত তাই সবসময়ের জন্যই সমসাময়িক। তেমনি এবারের গানটি প্রত্যুষ একটু ভিন্ন আঙ্গিকেই কম্পোজিশন করার চেষ্টা করেছে। আর আমি মনে করি একজন শিল্পী হিসেবে শুধু রবীন্দ্রগান গাওয়াই নয় তার মূল্যবোধের চর্চা করাটাও আমার দায়িত্ব। সেটাই করেছি। আশা করছি দর্শকরা দারুণভাবে উপভোগ করবেন এই আয়োজনটি। চলতি সপ্তাহে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) কর্তৃপক্ষ জানায়, আগামীকাল ২২ শ্রাবণ, ৬ আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘যখন পড়বে না মোর’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়াবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
×