ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত: ০৯:৩২, ৩ আগস্ট ২০১৯

 বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট থেকে। ফাইনাল খেলা হবে ৩১ আগস্ট। প্রতিযোগিতার ভেন্যু ভারনেতর কল্যাণীর কল্যাণী স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার জানিয়েছে প্রতিযোগিতার গ্রুপিং ড্র ও ফিক্সার তৈরি হয়ে গেছে। গ্রুপিং ড্র বলতে অংশগ্রহণকারী পাঁচটি দল সিঙ্গেল লীগ পদ্ধতিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। এক্ষেত্রে কোন সেমিফাইনাল হবে না। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৩ আগস্ট। প্রতিপক্ষ ভুটান। এর পরের ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে ২৫ আগস্ট শ্রীলঙ্কা, ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের বিপক্ষে। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়, শেষ দুটি ম্যাচ বিকেল সাড়ে ৩টায়। উল্লেখ্য, এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। ২০১৮ ও ২০১৫ আসরের শিরোপা জিতেছিল তারা। ২০১১, ১৩ ও ১৫ সালে এই আসরটি খেলা হতো অনুর্ধ-১৬ পর্যায়ে। ২০১৭ থেকে এটাকে অনুর্ধ-১৫ করা হয়।
×