ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিমের শতকে ফাইনালে বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ০৯:৩২, ৩ আগস্ট ২০১৯

 তামিমের শতকে ফাইনালে বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ দুই দলের বিরুদ্ধে ৪টি করে ম্যাচ। এর মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আয়োজক ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে তিনবারই হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। সে কারণে দুই ম্যাচ বাকি রেখেই ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার বিলিয়ারিকেতে সিরিজে নিজেদের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৭২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের ১১৭ রানের পরও ৪৭.১ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ইনিংস। জবাবে বাংলাদেশী যুবাদের বোলিং তোপে ৩৯ ওভারে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের ইনিংস। এ নিয়ে সিরিজে তৃতীয়বার মুখোমুখি হয়ে স্বাগতিকদের হারাল বাংলাদেশের যুবারা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ-মাহমুদুল হাসান জয় ১০৮ রানের দারুণ জুটি গড়েন। আগের ম্যাচগুলোয় সুবিধা করতে না পারলেও এদিন বাঁহাতি ওপেনার তানজিদ দুর্দান্ত ব্যাট করেছেন। মাহমুদুল ৬৮ বলে ৫ চারে ৪১ রান করার পর সাজঘরে ফিরলেও তৃতীয় উইকেটে তিনি তৌহিদ হৃদয়ের সঙ্গে আরও ৭৮ রানের জুটি গড়েন। এর মধ্যেই শতক পেয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত জর্জ হিলের শিকার হওয়ার আগে ১১৩ বলে ১৬ চার, ২ ছক্কায় ১১৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে গেছেন। মাত্র ৩৯ ওভারেই ২০০ রান পেরিয়ে যায় বাংলাদেশ বগুড়ার এ তরুণের ব্যাটিংয়ে। কিন্তু তানজিদ বিদায় নেয়ার পর ধস নামে। তৌহিদও ৫২ বলে ২ চারে ৩১ করার পর রানআউট হয়ে যান। মাত্র ২০ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশের যুবারা। ৪৭.১ ওভারে ২২৪ রানেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ইনিংস। ধসটা মূলত নামিয়েছেন ডানহাতি পেসার নিক কিম্বার। তিনি ৯ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে তানজিম হাসান সাকিবের পেস তোপে বিপর্যস্ত হয়ে পড়ে ইংলিশ যুবারা। ৫১ রানেই ৫ উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে জ্যাক হেইন্স ও জর্জ ব্যাল্ডারসন ৪৪ রান যোগ করেন। কিন্তু হেইন্স বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের শিকার হন ৪৩ বলে ৫ চারে ৪০ রান করে। এরপর আবার ধস নামে ইংলিশদের ইনিসে। শেষ পর্যন্ত ৩৯ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় তারা। শেষদিকে ফিনলে বিন ৪৫ বলে ৩০ রান করে রান কিছুটা বাড়িয়েছেন। তানজিম সাকিব, রকিবুল ৩টি করে এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ও শাহীন আলম ২টি করে উইকেট নেন। ৭২ রানের জয় পায় বাংলাদেশের যুবারা। গ্রুপপর্বে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে আরেকটি করে ম্যাচ খেলবে তারা। ১১ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা লড়াইয়ে এখনও প্রতিপক্ষ নিশ্চিত হয়নি বাংলাদেশের।
×