ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ দিয়ে শুরু উইন্ডিজ-ভারত দ্বৈরথ

প্রকাশিত: ০৯:৩১, ৩ আগস্ট ২০১৯

 টি২০ দিয়ে শুরু উইন্ডিজ-ভারত দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ দাপটের সঙ্গে বিশ্বকাপের সেমিতে উঠলেও নিউজিল্যান্ডের কাছে হারে স্বপ্নভঙ্গ হয় ভারতের। কেন এত কম রান চেজ করতে পারল না বিরাট কোহলির দল, অধিনায়কের সঙ্গে রোহিত শর্মা ও সিনিয়ার ক্রিকেটারদের দ্বন্দ্ব, পরিবর্তনের পথে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সব পদÑ এমনি ডামাডোলের মাঝে ওয়েস্ট উইন্ডিজে মাঠের লড়াই শুরু হচ্ছে ভারতের। ক্যারিবীয়দের সঙ্গে তিন ম্যাচের টি২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে সফরাকরীরা। মার্কিন মুলুকের রাডারহিলে প্রথম টি২০ দিয়ে আজ শুরু ব্যাট-বলের দ্বৈরথ। দ্বিতীয় টি২০ও এখানে। পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজের বাকি ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজে। ওয়ানডের নাম্বার ওয়ান ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। কিন্তু টি২০তে পিছয়ে মোড়ল দেশটির অবস্থান পাঁচ নম্বরে, নয়ে থাকা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অবশ্য আরও পেছনে। বিশ্বকাপ হতাশা কাটিয়ে উঠতে দু’দলের জন্যই সিরিজটা গুরুত্বপূর্ণ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টি২০তে পাওয়ার হিটারে ভরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে র‌্যাঙ্কিংয়ে উন্নতির চাপ থাকবে কোহলিদের ওপর। যেখানে ব্যাটিংয়ে দলটির তুরুপের তাস হতে পারেন রোহিত শর্মা। বিশ্বকাপে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন এই ওপেনার। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। এখানেও রেকর্ডের হাতছানি রোহিতের সামনে। তিন ম্যাচে মাত্র ৪টি ছক্কা হাঁকাতে পারলেই ক্রিস গেইলকে (১০৫) টপকে যাবেন। ভারতীয় ওপেনারের নামের পাশে এখন ১০২টি ছক্কা। তারপরও যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সেই গেইল নেই এই সিরিজে। খেলছেন কানাডা গ্লোবাল টি২০ লীগে। ইনজুরির কারণে বিশ্বকাপের মধ্যপথে ছিটকে যাওয়া শিখর ধাওয়ান এখন সুস্থ। ওয়ানডাউনে কোহলির সামনেও নিজেকে প্রমাণের সুযোগ। টেস্ট-ওয়ানডেতে তুখোড় এই উইলোবাজ যে নেই টি২০’র সেরা দশেও। তবে ছোট্ট ফরমেটে দারুণ খেলা লোকেশ রাহুলকে পাচ্ছে ভারত। মহেন্দ্র সিং ধোনির বিশ্রামে উইকেটের পেছনে দাঁড়াতে প্রস্তুত ঋষভ পন্থ। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটিং করবেন গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনে। হারদিক পা-িয়ার বিশ্রামে সুযোগ পেতে পারেন তারই ভাই ক্রুনাল পা-িয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে তুখোড় রবীন্দ্র জাদেজার সর্ভিসটাও হয়তো মিস করতে চাইবেন না কোহলি। পেস বোলিংয়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গী হবেন দুই নবীন খলিল আহমেদ ও দীপক চাহার। স্পিনে বড় দুই তারকা কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহালের অনুপস্থিতিতে লেগস্পিনার রাহুল চাহারের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ। অন্যদিকে টি২০তে পেশিবহুল ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট। গেইল নেই কিন্তু এভিন লুইস, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের সঙ্গে নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ওশেন থমাসরা দৃশ্যপট বদলে দিতে সক্ষম। দলে আছেন সেনসেশনাল অফস্পিনার সুনীল নারাইন। ওয়ানডের জন্য মানসিকভাবে প্রস্তুত নন বলে টি২০’র বিশ্বতারকা বিশ্বকাপ থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ২০০৯ থেকে এ পর্যন্ত মুখোমুখি ১১ টি২০’র সমান পাঁচটি করে জয় দু’দলের। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। গত বছর ভারত সফরে ৩-০তে টি২০ সিরিজ হেরেছিল ক্যারিবীয়রা। আর সর্বশেষ ২০১৬-২০১৭ মৌসুমে উইন্ডিজ সফরে গিয়ে ১-০তে হেরেছিল ভারত। এই লাডারহিলেই ক্যারিবীয়দের ২৪৫/৬-এর জবাবে ২৪৪/৪-এ থেমেছিল ধোনির ভারত।
×