ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সপ্তাহজুড়ে টানা উর্ধগতি

প্রকাশিত: ০৯:৩৪, ২ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সপ্তাহজুড়ে টানা উর্ধগতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দিনের ধারাবাহিকতার বৃহস্পতিবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। এই নিয়ে টানা ৫ দিন শেয়ারবাজারে সূচক বাড়ল। একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞে (সিএসই) শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ১১ ও ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯২ ও ১ হাজার ৮৩৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৮১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি ৬০ লাখ টাকার। এ হিসাবে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৩ কোটি ৫৬ লাখ টাকা বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ২১৮টি বা ৬২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৮৩টি বা ২৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি বা ১৫ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। এদিন কোম্পানির ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ কোটি ২৮ লাখ টাকার এবং ১৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে মুন্নু সিরামিক। লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড পাওয়ার, জেনেক্স ইনফোসিস, বিকন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×