ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের নাটকে ব্যস্ত যারা

প্রকাশিত: ১২:১৮, ১ আগস্ট ২০১৯

ঈদের নাটকে ব্যস্ত যারা

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। আর তাই তো লাইট ক্যামেরা, এ্যাকশনে ব্যস্ত ছোট পর্দার শিল্পী-নির্মাতারা। এই উৎসবকে কেন্দ্র করে লাগামহীনভাবে বিভিন্ন নাটকের শূটিং চলছে রাজধানীর শূটিং হাউজগুলোতে। এদিকে সমানতালে ব্যস্ততা বেড়েছে অভিনয়শিল্পীসহ নাটকের সকল কলাকুশলীদের। আমাদের দেশে অনেকগুলো চ্যানেল। ঈদ উৎসবকে আরও রঙিন করে তুলতে চ্যানেলগুলো আয়োজন করে থাকে নাটক-টেলিফিল্ম ও বিশেষ অনুষ্ঠানমালার। বিশেষ এ আয়োজনে থাকে জনপ্রিয় শিল্পীরা। এ আয়োজনে ভিন্ন ভিন্ন গল্প ও একাধিক চরিত্রে অভিনয়ের জন্য তারকারা দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। উদ্দেশ্য একটাই, অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালবাসা অর্জন। তেমনি কিছু ঈদের নাটক নিয়ে আনন্দকণ্ঠ পাঠকদের জন্য এ আয়োজন। ‘ক্ষণিকের আলো’ দুই দশকের ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী ও অপি করিম। নাটকটির নাম ‘ক্ষণিকের আলোয়’ দেখা যাবে তাদের। নাটকের গল্পে চঞ্চল চৌধুরীর বন্ধুর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন অপি। ঘর থেকে পালিয়ে চঞ্চলদের ব্যাচেলর বাসায় ওঠে অপি। ব্যাচেলর বাসায় নারী অতিথি আসার খবরে চারদিকে শুরু“হয় কানাঘুষা। ঠিক এমন সময় ঘটে অগ্নিকাণ্ড। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় নাটকটির দৃশ্যধারণ হয়। পান্থ শাহরিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন গুণী পরিচালক সাগর জাহান। জানা গেছে নাটকটি আসন্ন কোরবানির ঈদে আরটিভিতে প্রচার হবে। ‘পিক পকেট’ সম্প্রতি রাজধানীর মনোরম লোকশনে নির্মিত হয়েছে খ- নাটক ‘পিক পকেট’। এতে অভিনয় করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু। এই নাটকে সালমান শাহর চরিত্রে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা জোভানকে। পিক পকেট নামের নাটকে সালমান শাহর বেশভূষায় দেখা যাবে তাঁকে। মিতু-জোভান দুজনেই পকেটমার চরিত্রে অভিনয় করেছেন। একটি বেসরকারী চ্যানেলের ঈদ-উল-আযহার অনুষ্ঠানমালাকে টার্গেট করে এ নাটকটি লিখেছেন টিকলি মাহমুদ, পরিচালনা করছেন রাহাত মাহমুদ। ‘ফেলটুস’ এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও জোভান জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘ফেলটুস’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। সমসাময়িক প্রসঙ্গ নিয়ে নাটকটির গল্প তৈরি হয়েছে। এন আর মিডিয়া পরিবেশিত নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ১০.৩০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে। ডাবল ট্রাবল ঘোড়াঘাট গ্রামের শতকরা ৭০ পার্সেন্ট লোক বিত্তশালী। আর ৩০ পার্সেন্ট লোক খুবই দীনহীন। এই দীনহীন লোকেরা খুবই দুর্বিষহ জীবনযাপন করে। এই গ্রামেই বাস করে দুই পুংটা। মোবারক ও মোর্শেদ। এই দুইজন পুংটামিতে খুবই পারদর্শী। তারা এমন এমন পুংটামি করে, যা দম ফাটানো হাস্যোদ্দীপনা সৃষ্টি করে। এই দুই পুংটা ভিন গ্রামের দুটি মেয়েকে ভালবাসে। তারা পুংটা বলে ভিন গ্রামের যুব সম্প্রদায় তাদের গ্রামে এই পুংটাদের ঢুকতে দেয় না। এ নিয়ে এই পুংটাদের সঙ্গে যুব সম্প্রদায়ের প্রায়ই বাকবিত-া হয়। এবং ঘটে নানা হাস্যকর ঘটনা। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, শামীম হাসান সরকার। এনআর মিডিয়া পরিবেশিত নাটকটি প্রচার হবে ঈদের ২য় দিন রাত ১০.৩০ মিনিটে এস এ টিভির পর্দায়। ‘ড্রিম এ্যান্ড লাভ’ ছোটবেলা থেকে রুহীর স্বপ্ন নিজের একটি নাচের স্কুল দেয়ার। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত তিনি ভাড়াবাসায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে নাচের স্কুল শুরু করেন। কিন্তু এতে বাধ সাধেন এলাকার বখাটে রবিন ও তার বন্ধুরা! একদিন রবিন দলবল নিয়ে রুহীর নাচের স্কুল বন্ধ করতে হানা দেন। তবে পরে তিনি জানতে পারেন রুহীই সেই মেয়ে, যাকে তিনি একটি অনুষ্ঠানে নাচতে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে রবিন স্কুল বন্ধ করা থেকে পিছু হটেন। তিনি নিজেই সাফার কাছে নাচ শিখতে শুরু“করেন! এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে মাকসুদুল হক ইমুর পরিচালনায় বিশেষ একক নাটক ‘ড্রিম এ্যান্ড লাভ’। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মিতব্য নাটকটি রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন। নাটকটিতে রুহী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাফা কবির ও রবিন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইয়াশ রোহান। ঘাসফড়িং ও হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই নাটকটি আসন্ন ঈদ-উল-আযহায় বেসরকারী টেলিভিশন এনটিভিতে প্রচার হবে। আমার ‘চা’ওয়ালা বস্তিতে জামান ও ফারজানার বসবাস। একটি এক্সিডেন্টে জামান বাম হাত হারিয়েছে এবং ফারজানা তার দু’চোখ। এই শহরে তাদের আর কেউ নেই। প্রতিদিন দুজনে রাস্তার পাশে চা বিক্রয় করে চলে। তাদের ছোট সংসার। নিজস্ব অর্থ সম্পদ না থাকলেও আছে অটুট ভালবাসার বন্ধন, এই ভালবাসা নিয়ে তারা সুখী। তাদের রাজ্যে তারা রাজা ও রানী। ভালবেসে একে অন্যকে মহারাজ ও মহারানী বলে ডাকে। সৌরভ সাফওয়ানের এমনই গল্প নিয়ে মেহেদি হাসান জনি সম্প্রতি নির্মাণ করেছেন নাটক আমার ‘চা’ওয়ালা। এতে অভিনয় করেছেন ছোট পর্দার প্রিয়মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবির। এন আর মিডিয়া পরিবেশিত নাটকটি প্রচার হবে ঈদ অনুষ্ঠানমালায় একুশে টিভির পর্দায়।
×