ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমান্ত সজলের পরিচালনায় অপূর্ব তানজিন তিশার ‘শুভ জন্মদিন’

প্রকাশিত: ০৯:৩১, ৩০ জুলাই ২০১৯

সীমান্ত সজলের পরিচালনায় অপূর্ব তানজিন তিশার ‘শুভ জন্মদিন’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনে আজ মঙ্গলবার রাত ৯টায় প্রচার হবে এই সময়ের তরুণ মেধাবী নির্মাতা সীমান্ত সজল পরিচালিত নাটক ‘শুভ জন্মদিন’। মাছরাঙা টেলিভিশনের জন্মদিন উপলক্ষে আজ এই নাটকটি প্রচার হবে বলে জানা গেছে। সীমান্ত সজল রচিত ও পরিচালিত ‘শুভ জন্মদিন’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তানজিন তিশা। প্রচেষ্টা এ্যাড মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মোঃ মোজাফ্ফর হোসেন দিপু। নাটকটিতে অপূর্ব ও তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবন্তী শ্রাবণ, মোসফিকুর শুভ, আফফান মিতুল, নুসরাত সাবরিন চৌধুরী, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদসহ বিভিন্ন থিয়েটারের ৩০ জন শিল্পী। ‘শুভ জন্মদিন’ নাটকটির টাইটেল, সম্পাদনা ও আবহ সঙ্গীত করেছেন মোঃ নূর উদ্দিন, সিনেমাফটোগ্রাফার সুমন হোসাইন, লাইট গ্রাফার জামান হাসান, মেকআপ আর্টিস্ট মহসিন আহমেদ, গ্রাফিক্স ডিজাইনার সজল শেখ। প্রধান সহকারী পরিচালক আরাফাত হোসাইন। নাটকটি প্রসঙ্গে পরিচালক সীমান্ত সজল বলেন ‘শুভ জন্মদিন’ নামটি আমাদের খুব পরিচিত, আর তাই শুভ জন্মদিন নামটি শুনলেই আমরা প্রত্যেকে নিজেদের মতো করে গল্প ভেবে বসি। আসলে কি তাই? সত্যটা জানার জন্য আশা করবো প্রিয় দর্শকরা টিভি সেটে শুভ জন্মদিন নাটকটি উপভোগ করবেন এবং দেখার পর সঠিক উত্তর নিজেরাই খুঁজে পাবেন। সজল বলেন ‘শুভ জন্মদিন’ শব্দ দুটি সহজ হলেও এর অর্থটা খুব কঠিন। শুভজনের শুভ জন্মদিন মনে রাখা, দিনটি ভুলে না যাওয়া, ভালবাসা মনে ধারণ করা, প্রিয়জনের প্রিয় উপহার দিয়ে তার মুখে হাসি ফোটানো, প্রিয়জনের জন্মদিনে তার মায়াভরা হাসি মুখটা দেখার আকুলতা, উপহার পাওয়ার জন্য অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকার ব্যাকুলতা এরই নাম বুঝি ভালবাসা। ভালবাসা তো এমনই হয়। এ ভালবাসাকে আমরা শ্রদ্ধা করি। ‘শুভ জন্মদিন’ নাটকটি নিয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন- সীমান্ত সজলের সঙ্গে এটা আমার প্রথম কাজ, শুভ জন্মদিন নাটকের গল্পটা শোনার পর আমার মনে দাগ কেটে যায়, ভাললাগা থেকে অনেক যতœ করে কাজটা করা। অনেক দিন পর ভিন্ন একটি গল্পে কাজ করলাম, আশা করি আপনাদের সবার ভাল লাগবে। অভিনেত্রী তানজিন তিশা বলেন- ‘শুভ জন্মদিন’ নাটকটির গল্প এক কথায় চমৎকার, ভিন্ন ধারার গল্প। একটি দৃশ্য দেখার পর পরের দৃশ্যটি দেখার আগ্রহ জন্মাবে দর্শকের, গল্পটি বুঝতে হলে শেষ পর্যন্ত নাটকটি দেখতে হবে, দেখার পর হয়ত ভাবাবে নয়ত কাঁদাবে। চরিত্রটি লেখক সাদাত হোসাইন এর ছায়া অবলম্বনে হলেও নাটকটির পুরো গল্পই কাল্পনিক। ‘শুভ জন্মদিন’ সত্য ও সুন্দরের কথা বলবে, শুভ জন্মদিন জীবনের কথা বলবে, শুভ জন্মদিন ভালবাসার কথা বলবে, ভালবাসার জয় হোক, শুভ জন্মদিনের জয় হোক।
×