ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ধোনি জানে কখন অবসর নিতে হবে’

প্রকাশিত: ১১:৪০, ২৩ জুলাই ২০১৯

 ‘ধোনি জানে কখন অবসর নিতে হবে’

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শেষে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই মনে করেছিলেন অনেকে। ধোনির অবসর জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটে হটকেক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়ে অবসর প্রশ্নে জল ঢেলে দিয়ে এমএসডি জানিয়েছেন, আগামী দু’মাস তিনি ক্রিকেট খেলবেন না। ছুটি নিচ্ছেন। ক্যারিবিয়ান সফরের দল ঘোষণার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেন, ‘অবসরের বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত। এমএস ধোনির মতো লিজেন্ডারি ক্রিকেটার নিজেই জানে কবে অবসর নিতে হবে বা নেয়া উচিত। আর যদি ভবিষ্যতের রোডম্যাপের বিষয় হয় তাহলে ধোনির বিষয়টি নির্বাচকদের হাতেই থাকছে।’ বলেন তিনি। আগামী দু’মাস ধোনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশূট রেজিমেন্ট-এ একটি বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন। ক্রিকেট থেকে তাই ছুটি নিয়েছেন মাহি। ধোনির অনুপস্থিতিতে ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারকে তিন ধরনের ফরম্যাটেই বেশি করে সুযোগ দেয়ার কথা উল্লেখ করেন প্রধান নির্বাচক, ‘বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা রোডম্যাপ ছিল। বিশ্বকাপের পরে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। তাই বেশি করে ঋষভ পন্থকে সুযোগ দিয়ে পরিণত করে তুলতে হবে।’
×