ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-লিটন ছুটিতে, বাদ পড়লেন রাহী, বিজয়-তাইজুল ফিরলেন ১৪ সদস্যের দলে

মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

প্রকাশিত: ১১:৫১, ১৭ জুলাই ২০১৯

মাশরাফির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

মোঃ মামুন রশীদ ॥ আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে সমালোচিত মাশরাফি বিন মর্তুজার অবসর গুঞ্জন থাকলেও তিনিই থাকছেন নেতৃত্বে। এছাড়া ইনজুরির কারণে মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা থাকলেও তারা দলের সঙ্গে যাচ্ছেন। সাকিব আল হাসান পবিত্র হজ পালনের জন্য এবং ওপেনার লিটন কুমার দাস বিয়ের জন্য ছুটি চেয়েছিলেন যা মঞ্জুর করেছে বিসিবি। তাদের পরিবর্তে দীর্ঘ এক বছর পর ওপেনার এনামুল হক বিজয় এবং প্রায় তিন বছর পর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফিরেছেন ওয়ানডে দলে। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা ডানহাতি পেসার আবু জায়েদ রাহী ছিটকে গেছেন। এ ৩ জন ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি সব সদস্যই আছেন শ্রীলঙ্কা সফরের দলে। এই সফরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে থাকা খালেদ মাহমুদ সুজন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ থেকে ৩ দিনের জন্য অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ জুলাই শ্রীলঙ্কা রওনা হবেন মাশরাফিরা। বিশ্বকাপ শেষ হওয়ার পর অন্য দলগুলোর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। মাত্র ৩ ওয়ানডের সিরিজ। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দিবা-রাত্রির এ তিনটি ওয়ানডে। এই সফরটি নিয়ে নানাবিধ আলোচনার তৈরি হয়েছিল। অধিনায়ক মাশরাফি বেশ সমালোচনার মুখেই ছিলেন। শেষ পর্যন্ত তার ওপরেই আস্থা রেখেছে বিসিবি। মঙ্গলবার ১৪ সদস্যের যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা তার নেতৃত্বে যথারীতিই আছেন মাশরাফি। তবে এই সফরে তিনি পাচ্ছেন না ফর্মের তুঙ্গে থাকা বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিবকে। বিশ্বকাপ শেষ হতেই ছুটি চেয়েছিলেন তিনি। মূলত পবিত্র হজ পালনের জন্য ছুটির আবেদন করেছিলেন। সেই ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি, ফলে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনের বিয়ের অনুষ্ঠান ২৮ জুলাই। সে কারণে তিনিও ছুটি পেয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে এছাড়া আরেকটি পরিবর্তন রাহী বাদ পড়াতে। পুরো আসরে এ ২৫ বছর বয়সী ডানহাতি পেসার খেলার সুযোগ পাননি। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে কোন উইকেট নিতে না পারলেও, ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছিলেন। এরপরও শ্রীলঙ্কা সফরের দলে তাকে রাখা হয়নি। ১৪ সদস্যের দল দেয়া হয়েছে। সাকিব-লিটনের পরিবর্তে তাইজুল ও বিজয়কে দলে টানা হয়েছে। টেস্ট ক্রিকেটে নিয়মিত হলেও ২৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার তাইজুল মাত্র ৪ ওয়ানডে খেলেছেন এর আগে। উইকেট নিতে পেরেছেন ৫টি। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর থেকেই ওয়ানডে দলের বাইরে ছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরে সাকিব না থাকায় বাড়তি স্পিনারের প্রয়োজনীয়তা থেকে তাইজুলকে আবার দলে ফেরানো হয়েছে। মূলত ঘরোয়া আসরগুলোয় ধারাবাহিক ফর্ম, সম্প্রতি বিসিবি একাদশের হয়ে ভারতে চারদিনের ম্যাচে ৮ উইকেট শিকার এবং টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখানোয় আবার সুযোগটা পেয়েছেন তিনি। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে ধারাবাহিকভাবে ভাল খেলছে। লঙ্গার ভার্সন বলেন, ওডিআই বলেন সবই কিন্তু ভাল খেলছে। সেই হিসেবে চিন্তা-ভাবনা করেই ওকে নেয়া হয়েছে।’ আর লিটনের অভাব পূরণে নেয়া হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুবিধা করতে পারেননি। ক্যারিয়ারের শুরুতে চমক দেখালেও সেটা ধরে রাখতে না পারায় তিন বছর বাইরে ছিলেন জাতীয় দল থেকে। তবে গত বছর ফিরে মাত্র ৭ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন। তাতেও ব্যর্থ হয়েছেন। তবে সম্প্রতি সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে অপরাজিত ১২১ রান এবং সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে হ্যাটট্রিক সেঞ্চুরিতে ৫৫২ রান করে আবার নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন এ ২৬ বছর বয়সী ওপেনার। তবে তরুণ ইয়াসির আলী রাব্বিকে প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে সাম্প্রতিক আয়ারল্যান্ড সিরিজের দলে রাখলেও তাকে বিবেচনা করা হয়নি। এ বিষয়ে নান্নু বলেন, ‘যেহেতু মিডলঅর্ডারে আমরা খুব বেশি পরিবর্তন করিনি। তাই ইয়াসির রাব্বি স্ট্যান্ডবাই আছে। আর আমাদের এখানে একজন সাবলীল ব্যাটসম্যান দরকার। এই কারণেই আমরা বিজয়কে রেখেছি।’ বিশ্বকাপের শেষদিকে রিয়াদের ইনজুরির কারণে তার ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তার ফিটনেস রিপোর্ট সন্তোষজনক হওয়াতেই শ্রীলঙ্কা সফরে থাকছেন রিয়াদও। নান্নু জানিয়েছেন, বাকিদের মধ্যে মুশফিক, সাইফকে নিয়ে তেমন চিন্তা নেই। আজ ৩ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করবে জাতীয় দল। সেখানেই বাকিদের ফিটনেসের অবস্থা পরখ করে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২০ জুলাই রওনা দিয়ে সেদিনই শ্রীলঙ্কা পোঁছুবেন মাশরাফিরা। ২৩ জুলাই একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে দল কলম্বোর পি. সারা ওভাল মাঠে। এরপর ২৬, ২৮ ও ৩১ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে ৩টি দিবা-রাত্রির ওয়ানডে খেলে ১ আগস্টই দেশে ফেরার কথা জাতীয় দলের। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম।
×