ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ারসেরা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাকিব

প্রকাশিত: ০৯:৪২, ৯ জুলাই ২০১৯

 ক্যারিয়ারসেরা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ১২ বছরের ক্যারিয়ারে ব্যাট হাতে সবচেয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এবার বিশ্বকাপে। ভেঙ্গে দিয়েছেন অনেক রেকর্ড। বিস্ময়কর কিছু তালিকায়ও স্থান করে নিয়েছেন ওপরের দিকে। বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান এবার বিশ্বকাপে অন্যতম সফল ব্যাটসম্যান। ৮ ম্যাচে ৬০৬ রান করে শীর্ষস্থানে থেকে শেষ করেছিলেন। আর বল হাতেও ১১ উইকেট নেন। সে কারণে আবার বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে রেটিং অনেক বেড়েছে তার। আর ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ২২ নম্বরে উঠে এসেছেন। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজেরও। তিনি ৬ ধাপ এগিয়ে এখন ওয়ানডে বোলিংয়ে ১৬ নম্বরে। এবারের বিশ্বকাপে নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহঅধিনায়ক সাকিব। বিশ্বকাপের আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান পুনরুদ্ধার করেছিলেন। এবার ৫ অর্ধশতক ও ২ সেঞ্চুরিতে ৮ ম্যাচে ৬০৬ রান ও ১১ উইকেট শিকার করেছেন। তাই অলরাউন্ডার হিসেবে রেটিং আরও বেড়েছে সাকিবের। তার রেটিং এখন ৪০৬। তবে ক্যারিয়ারসেরা রেটিং ছিল তার ২০১৬ সালে ৪৫৩! এখন দুই নম্বরে থাকা ইংল্যান্ডের বেন স্টোকসের রেটিং সেখানে মাত্র ৩১৬! ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এবার সাকিব। তবু সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ দল। শুধু সে কারণেই হয়তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারবেন না সাকিব। কিন্তু ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বলতা ছড়ানোর ফলে ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ও রেটিংয়ে পৌঁছেছেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত সাফল্যের জন্য ওয়ানডে ব্যাটিং র?্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন সাকিব। ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে র?্যাঙ্কিংয়ের ২২তম অবস্থানে আছেন এই ক্রিকেটার। আর বোলিংয়ে ৫৮৭ রেটিং নিয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন তিনি। সাকিব ছাড়াও ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ৭ ম্যাচে ৬ উইকেট নিতে পেরেছেন এবার বিশ্বকাপে। এরপরও ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলিংয়ের ১৬ নম্বরে অবস্থান করছেন তিনি। অবশ্য, ওয়ানডের ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান মুশফিকুর রহীম ও মুস্তাফিজুর রহমানের। ৮ ম্যাচে বিশ্বকাপে ৩৬৭ রান করা মুশফিক ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ১৯ নম্বরে আছেন মুশফিক। তামিম ইকবাল তেমন সুবিধা করতে না পারলেও তার অবস্থান অপরিবর্তিত। ২৮ নম্বরে আছেন তিনি বাংলাদেশের পক্ষে তৃতীয় অবস্থানে। আর মুস্তাফিজ ৮ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এবার বিশ্বকাপে।
×