ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিনিয়োগ শিক্ষা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স শুরু আজ

প্রকাশিত: ০৯:২৬, ৮ জুলাই ২০১৯

 বিনিয়োগ শিক্ষা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে প্রথমবারের মতো বিনিয়োগ শিক্ষা নিয়ে আন্তর্জাতিকভাবে কনফারেন্স শুরু হচ্ছে আজ সোমবার। যা আগামী ১১ জুলাই পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। কনফারেন্সের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে প্রথমবার এপেক ফাইন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেইনিং ইনিশিয়েটিভের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে জাপান, নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ বাহিরের ৯টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। যেখানে বিভিন্ন দেশে কিভাবে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়, তা বিনিময় হবে। চার দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
×