ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৮ কোটি রুপী ক্ষতির শঙ্কায় স্টার স্পোর্টস

আজ বৃষ্টি হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচেও

প্রকাশিত: ১০:৩৪, ১৬ জুন ২০১৯

 আজ বৃষ্টি হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচেও

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড বিশ্বকাপটা এর মধ্যেই ‘বৃষ্টি কাপ’ নামে খ্যাতি পেয়েছে। চার ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। যার তিনটিতে টসই করা সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আগের ম্যাচটাও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এ অবস্থায় বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচে আজ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে। ম্যানচেস্টারে হাইভোল্টেজ এই ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল। ব্রিটেনের সংবাদমাধ্যম জানিয়েছে, সারাদিনই আকাশ মেঘলা থাকবে। দিন গড়ানোর সঙ্গে বৃষ্টি নামার শঙ্কাও বাড়বে। বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা আছে। এরপর দুপুর ২টা পর্যন্ত বৃষ্টি নামার সম্ভাবনা খুব কম থাকলেও ৩টা থেকে আবারও বৃষ্টির ইঙ্গিত দিয়েছে বিবিসি। ম্যানচেস্টারে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ‘আকুওয়েদার’-এর প্রতিবেদন অনুযায়ী তখন আকাশ মেঘলা থাকবে। এরপর থেকে বিকেল চারটা পর্যন্ত আকাশে সূর্যের মুখ খুব একটা দেখা যাবে না। দুপুরের আগেও একবার বৃষ্টি নামার শঙ্কার কথা জানিয়েছে আকুওয়েদার। এমনিতে সারাবছরই ইংল্যান্ডের আবহাওয়ার কোন ঠিক-ঠিকানা নেই। এই বৃষ্টি নামছে তো কিছুক্ষণ পরই আকাশে সূর্যের হাসি দেখা যায়। বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যে চার ম্যাচ প হয়েছে বৃষ্টিতে। এবার ভারত-পাকিস্তানের মতো জিবে জল আনা ম্যাচও বৃষ্টিতে প হলে তা আয়োজকদের জন্য মোটেও ভাল হবে না। ভাল হবে না টিভি সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার স্পোর্টসেরও। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচ পরিত্যক্ত হলে প্রায় ১৩৮ কোটি রুপী গচ্চা যাবে বিজ্ঞাপনদাতাদের! যদি ম্যাচ না হয়, টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়া সংস্থাগুলোর বড় অংকের ক্ষতি হয়ে যাবে। সব মিলিয়ে আনুমানিক ১৩৭.৫ কোটি রুপীর লোকসান গুনতে হবে বিজ্ঞাপনদাতাদের! বৃষ্টি নিয়ে তাই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন তারাই।
×