ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে বিশ্বে প্রমোট করছে লন্ডন এক্সপো

প্রকাশিত: ১০:১০, ৩১ মে ২০১৯

 বাংলাদেশকে বিশ্বে প্রমোট করছে লন্ডন এক্সপো

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের গার্মেন্ট ও ফ্যাশন শিল্পকে ইউরোপের বাজারে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো লন্ডন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে সেন্ট্রাল লন্ডনের কংগ্রেস সেন্টারে দুই দিনের এই প্রদর্শনী শুরু হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসমিন লন্ডন এক্সপো ২০১৯-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টেক্সটাইল ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যবসায়ীরা এবং বিভিন্ন শ্রেণী-পেশার অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, ‘গার্মেন্ট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয়। পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোর এখন প্রস্তুতকারক বাংলাদেশ। গুণগতমান এবং ডিজাইনের জন্য বাংলাদেশী পণ্যে সুনাম ও চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে।’ তিনি বলেন, ‘শুধু ব্রিটেনেই গতবছর ৪.৫ বিলিয়ন ইউএস ডলারের পণ্য রফতানি হয়েছে বাংলাদেশ থেকে। এর মধ্যে ৯০ ভাগ পণ্যই হচ্ছে গার্মেন্ট এবং টেক্সটাইল। লন্ডন এক্সপো একটি ব্যতিক্রমী এবং সৃজনশীল উদ্যোগ মন্তব্য করে হাইকমিশনার বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে প্রমোট করা হচ্ছে।’ আয়োজকরা আশা প্রকাশ করেছেন, দুই দিনব্যাপী প্রদর্শনীর মাধ্যমে ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম তৈরি হয়েছে। তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পেরেছেন। ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাত ও আলাপচারিতার এ সুযোগ ব্যবসার নতুন দ্বার উন্মোচন হবে। লন্ডন এক্সপোর ডাইরেক্টর মাহবুব রহমান ও মেঘনা মিনার উদ্দিনের পরিচালনায় শুরুতে সবাইকে স্বাগত বক্তব্য দেন। লন্ডন এক্সপোর চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মুহিব চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন লন্ডন এক্সপোর সিইও মোহাম্মদ লুৎফুর রহমান, বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলার এস এম জাকারিয়া হক, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমদ, ডাইরেক্টর ড. সানাওর চৌধুরী ও বক্সিংয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আলী জাকো। লন্ডন এক্সপোর চীফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ লুৎফুর রহমান জানান, বাংলাদেশের গার্মেন্ট সেক্টরকে বিশ্ব বাজারে তুলে ধরতে এবং আন্তর্জাতিক রিটেইলারদের আকৃষ্ট করতে এ আয়োজন। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিসর, বুলগেরিয়া এবং গানার গার্মেন্ট ব্যবসায়ীরা অংশ নিয়ে তাদের ডিজাইন এবং ফ্যাশন প্রদর্শন করেন। দু’দিনব্যাপী এই প্রদর্শনীতে ছিল ফ্যাশন শো এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কী নোট উপস্থাপন। বিশ্বে পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন ইউকের ক্রিয়েটিভ এবং ডিজাইন স্পেশালিস্ট পিটার ওয়াটসন।
×