ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়াবতীর দলের এক নেতা ও তার ভাতিজাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ মে ২০১৯

  মায়াবতীর দলের এক নেতা ও তার ভাতিজাকে গুলি করে হত্যা

ভারতের লোকসভার নির্বাচনের ফল প্রকাশের পর সহিংসতায় আরও দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার উত্তর প্রদেশের বিজনোরে মায়াবতীর বহুজন সমাজ পার্টির এক নেতা ও তার ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর ওয়েবসাইটের। ওই দিন বিকেলে হাজী আহসান (৫৫) তার ২৮ বছর বয়সী ভাতিজা শাদাবকে সঙ্গে নিয়ে তার অফিসে বসে ছিলেন। এ সময় দুই ব্যক্তি ভেতরে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে তিনজন অংশ নিয়েছে বলে পুলিশের ধারণা। ‘তিনজনের মধ্যে একজন অফিসের বাইরে অপেক্ষা করছিলেন, অপর দুজন একটি মিষ্টির বাক্সে পিস্তল লুকিয়ে নিয়ে ভেতরে ঢোকেন। তারা হাজী আহসানকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ভাতিজা বাধা দেয়ার চেষ্টা করেন, তখন তারা তাকেও গুলি করেন,’ বলেছেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় ব্যক্তিগত শত্রুতার কোন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারীদের ধরতে পুলিশের কয়েকটি টিম তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছে তারা। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এ নিয়ে রাজনৈতিক কর্মীদের ওপর তিনটি হামলার ঘটনা ঘটল। এর সবই উত্তর প্রদেশে ঘটেছে। রবিবার আমেথিতে বিজেপি নেতা স্মৃতি ইরানির শীর্ষ স্থানীয় এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এরপর সোমবার সমাজবাদী পার্টির নেতা সাবেক আইনপ্রণেতা কমলেশ বাল্মীকিকে তার উত্তর প্রদেশের বুলান্দশহর জেলার বাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
×