ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১০:২৬, ২৪ মে ২০১৯

 ফ্যাশন সংবাদ

কারুপল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লীতে এসেছে ঈদের পোশাক। এসব পোশাকের মধ্যে আছে-শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট ফতুয়া ও শিশুদের পোশাক। দেশীয় কাপড়ে তৈরি এসব পোশাকের রঙে ও নকশায় রয়েছে আলাদা বৈচিত্র্য। কারুপল্লীর বিক্রয় কেন্দ্র আছে কারওয়ান বাজারের পল্লী ভবনের নিচতলায়। . মেঘ ফ্যাশন হাউস মেঘ ঈদ উপলক্ষে এনেছে বড়দের ও ছোটদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া ও ফ্রক। এছাড়া পরিবারের সবার ও কাপলদের জন্য আছে একই রং ও নকশার পোশাক। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে। মেঘের বিক্রয় কেন্দ্র আছে- ঢাকার শাহবাগের আজিজ সুপার মর্কেট, ধানমন্ডি মেট্রো শপিং মল, মিরপুর শপিং সেন্টার ও মৌচাকের সেন্টার পয়েন্ট। মোবাইল : ০১৬১১৬৩৪৪২৩। ফেসবুক : meghfashionbd . রেডিসন ব্লু সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লেফটেনান্ট জেনারেল সাব্বির আহমেদ, এসবিপি, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি (অব), রেডিসন ব্লু ঢাকার জেনারেল ম্যানেজার আলেক্সান্ডার হৈসলার এবং হোটেলটির ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ফ্রি স্কুল ও মইনুল কুরআন মাদ্রাসার শিশুরা গত ২১ মে ২০১৯ এ রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইফতার আয়োজন করা হয় । ফ্রি স্কুল ও মইনুল কুরআন মাদ্রাসার শিশুরা এই ইফতারে যোগ দেয়। . মাই ক্রাফ্ট এবারের ঈদে ঢাকার খুব কাছের জেলা মানিকগঞ্জে নারী উদ্যোক্তাদের উদ্যোগে দেশীয় পোশাকের ব্র্যান্ড নিয়ে এসেছে মাই ক্রাফ্ট। মাই ক্রাফ্ট মানেই আমাদের ব্রান্ড। মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহীদ রফিক সড়কের তুফান আলী শপিং সেন্টারে মাই ক্রাফ্ট এর শো-রুম উদ্বোধন করলেন ৩ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় চিত্রনায়িকা পপি। . বালুচর ট্রেন্ড ফ্যাশনের অন্যতম এক নাম বালুচর। বাঙালীর যে কোন অনুষ্ঠান কিংবা উৎসবে পছন্দের পোশাক পাঞ্জাবি ও কুর্তা। কাপড়ের মান, কাটিং, ডিজাইন, রঙের মান, এক কথায় সুতার বুননি থেকে শুরু করে সম্পূর্ণ একটি মানসম্মত কাপড় প্রস্তুত করে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত বালুচর পরিবার এক অনন্য মানের নিশ্চয়তা তৈরি করেছে। বালুচর-এর স্বতাধিকারী ও প্রধান ডিজাইনার শাহিন চৌধুরী সাবলিল ভাবেই উপরোক্ত মন্তব্য প্রকাশ করেন। এছাড়াও তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সচেতন থাকতে এবং ঈদের আনন্দ যাতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে, সেই আহ্বান রাখেন সকলের প্রতি। শো-রুম : বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। লেভেল-৩, ব্লক-ডি, দোকান-৩১। আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। লেভেল ৩, দোকান- ৮১/৪৩/১০২-এ। জমজম টাওয়ার উত্তরা, লেভেল ৪, দোকান৪১৬। মসজিদ মার্কেট, মুন্সিগঞ্জ সদর, লেভেল ২, দোকান- এফ২৬। আহমেদ আলি টাওয়ার, জয়দেবপুর, গাজীপুর। লেভেল ৩, দোকান- বি/এ।
×