ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরগানদের জার্সিতে ৯২’র স্মৃতি

প্রকাশিত: ০৯:১৯, ২৩ মে ২০১৯

 মরগানদের জার্সিতে ৯২’র স্মৃতি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ইতিহাসে আগের ১১ আসরে ইংল্যান্ডের সেরা সাফল্য তিনবার রানার্সআপ হওয়া। ঘরের মাঠে হওয়া ১৯৭৯ সালের বিশ্বকাপ, ১৯৮৭ সালে উপমহাদেশের প্রথম বিশ্বকাপ এবং ১৯৯২ সালে হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত গিয়েছিল ইংলিশ ক্রিকেট দল। তাই এবার নিজেদের শেষবার ফাইনাল খেলার স্মৃতি ফিরিয়ে এনেছে তারা। এবারের বিশ্বকাপের জার্সিটি বানিয়েছে ১৯৯২ সালের জার্সির আদলে। এছাড়াও ২৭ বছর আগের সে বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপের ফরমেটও হুবহু। ঘরের মাঠের বিশ্বকাপে সেবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য ১৯৯২ সালের বিশ্বকাপের আদলেই জার্সি বানিয়েছে তাদের অফিসিয়াল জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স। যেখানে বৈসাদৃশ্য শুধু একটি- ১৯৯২ সালের জার্সিতে তাদের পতাকার রঙ সাদা ও লালের অস্তিত্ব থাকলেও এবারের জার্সিতে নেই সেটি। তবে এটিকে বড় কোন ইস্যু হিসেবে না ধরে, সৌভাগ্যের জার্সি গায়ে চাপিয়ে ১৯৯২ সালের সাফল্যকেও ছাপিয়ে যেতে চায় ইংলিশরা।
×