ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ দলে আমিরের অন্তর্ভুক্তি সময়ের ব্যাপার!

প্রকাশিত: ১১:৪২, ১৮ মে ২০১৯

 বিশ্বকাপ দলে আমিরের অন্তর্ভুক্তি সময়ের ব্যাপার!

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ আমিরকে ঘিরে তৈরি আলোচনার অবসান হতে যাচ্ছে। পাকিস্তানের একাধিক শক্তিশালী গণমাধ্যম বোর্ডের (পিসিবি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম শক্তিধর ক্রিকেট খেলুড়ে দেশটি। সাম্প্রতিক সময়ে অফ-ফর্মে যুঝতে থাকা আমির বিশ্বকাপ স্কোয়াডে নেই। তবে ইংল্যান্ডে চলমান ওয়ানডে সিরিজের দলে রয়েছেন। তাকে বিশ্বকাপে না রাখায় সাবেকদের তোপের মুখে পড়েন পিসিবি কর্তারা। বলা হয়েছিল ইংল্যান্ড সিরিজে ভাল করলে তারও সুযোগ থাকবে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় এ তারকা সেখানেও নিয়মিত মাঠে নামতে পারেননি। আর টি২০’র পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে টানা হেরে বসে সরফরাজ আহমেদের দল। বাস্তবতার বিচারেই তাই আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করাটা এখন সময়ের ব্যাপার। উল্লেখ্য, ২৩ মে’র মধ্যে দলগুলো তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। প্রধান নির্বাচক ইনজামাম উল হক, অধিনায়ক সরফরাজ আহমেদে ও কোচ মিকি আর্থারও নাকি আমিরকে অন্তর্ভুক্ত করতে সায় দিয়েছেন, সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে। এর আগে ইনজামাম জানিয়েছিলেন, ইংল্যান্ড সিরিজে যদি মোহাম্মদ আমির ভাল খেলেন তাহলে দলে তার জায়গা হতে পারে। এ জন্য ঘোষিত বিশ্বকাপ দলই চূড়ান্ত নয়। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দল থেকে বাদ পড়া এ পেসার। সেই উপস্থিতি তার ভক্ত-সমর্থকদের আরও আশাবাদী করে তুলেছিল। এদিকে আমির ও ব্যাটসম্যান আসিফ আলীর জন্য বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার বিষয়টি সুখবর হলেও তা দুঃসংবাদ হতে পারে অলরাউন্ডার ফাহিম আশরাফ ও ওপেনার আবিদ আলীর জন্য। দু’জনের পারফর্মেন্সের ওপর পুরেপুরি সন্তুষ্ট নয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। আর তাই বিশ্বকাপ দলে সুযোগ দিয়েও আবার তাদের বাদ দেয়ার কথা ভাবা হচ্ছে। মূলত এই দু’জনের জায়গায় দলে সুযোগ পেতে পারেন পেসার মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান আসিফ আলী। ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিপক্ষীয় সিরিজে আসিফ আলী রয়েছেন দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ডে পাকিস্তানের চলমান সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৩৬ বলে ৫১ এবং ৪৩ বলে ৫২ রান করে নির্বাচকদের দৃষ্টিতে আসেন আসিফ আলী। এদিকে ইংল্যান্ডে গিয়ে গুটি বসন্তে আক্রান্ত হয়েছেন আমির। লন্ডনেই তার চিকিৎসা চলছে। তবে এখন সেরে ওঠার পথেই রয়েছেন তিনি। এই ইংল্যান্ডেই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমির। আর এরপরই যেন খারাপ সময় পেয়ে বসে। ওই টুর্নামেন্টের পর নিজের খেলা ১৪টি আন্তর্জাতিক ম্যাচে পেয়েছেন মাত্র ৫টি উইকেট। কিন্তু তারপরও ইংলিশ কন্ডিশনে আমিরের অভিজ্ঞতা তাকে বিশ্বকাপের স্কোয়াডে আনতে পারে। ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু দ্বাদশ বিশ্বকাপের আসর। আর আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সরফরাজ আহমেদের দল।
×