ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়তে আত্মবিশ্বাসী পোচেত্তিনো

প্রকাশিত: ১১:৫০, ১৫ মে ২০১৯

ইতিহাস গড়তে আত্মবিশ্বাসী পোচেত্তিনো

স্পোর্টস রিপোর্টার ॥ আয়াক্সের বিপক্ষে ফিরতি লেগের কঠিন লড়াইয়ের আগেই জানিয়ে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লীগ জিতলে টটেনহ্যাম কোচের পদ থেকে অব্যাহতি নেবেন মাউরিসিও পোচেত্তিনো। কিন্তু প্রথম লেগে ১ গোলে পিছিয়ে থাকার পর ফিরতি লেগের প্রথমার্ধে আরও দুই গোল হজম করে ফাইনালে যাওয়ার স্বপ্ন কার্যত চলে গিয়েছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু দ্বিতীয়ার্ধে লুকাস মউরার ম্যাজিকে অসাধ্য সাধন করে স্পার্সরা। ফাইনালে উঠে টটেনহ্যামের কোচ এখন চ্যাম্পিয়ন্স লীগ জিতে ইতিহাস গড়তেও দারুণ আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে মাউরিসিও পোচেত্তিনো বলেন, ‘আমি মনে করি, ইতিহাস গড়তে পারব আমরা। আমরা যদি ফাইনাল জিততে পারি তাহলেই ইতিহাস নতুন করে লেখা হবে। সেই সঙ্গে দুর্দান্ত এই ক্লাবটির ব্যাপারে মানুষের ধারণাও বদলে যাবে। টটেনহ্যাম এমন একটা ক্লাব যেটি অবশ্যই ফাইনাল জেতার যোগ্য। আমাদের মূল লক্ষ্যই এখন ফাইনাল জেতা, এটা ছাড়া ভিন্ন কোন লক্ষ্য নেই।’ মাউরিসিও রবার্তো পোচেত্তিনো খেলোয়াড়ী জীবনে পিএসজি ও এস্পানিওলের মতো ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনার জার্সিতেও কয়েক বছর টিকে ছিলেন তিনি। তবে ভাল কোচ হতে হলে যে ভাল খেলোয়াড় হওয়ার প্রয়োজন নেই তার জলজ্যান্ত উদাহরণ পোচেত্তিনো। টটেনহ্যামের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে। এই সময়ে তেমন কোন সফলতা নেই। তবে এ বছরে তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন ভক্তরা। ইতোমধ্যেই দুর্দান্ত একটা দল গড়ে তুলেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগে নিয়মিতই শীর্ষ চারে থাকছে তার দল। এবারও তার ব্যতিক্রম হয়নি। লীগের শেষ ম্যাচে রবিবার এভারটনের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে স্পার্সরা। আর তাতেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার টিকেট নিশ্চিত করেছে পোচেত্তিনোর শিষ্যরা। কিন্তু তারপরও গড়পড়তা দল হিসেবেই টটেনহ্যামের নাম নেয়া হয়। চ্যাম্পিয়ন হতে গেলে যেসব উপকরণ প্রয়োজন এসব নাকি নেই দলটার। এ কারণে এবার হুমকি দিয়ে রাখলেন পোচেত্তিনো। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কাজ ভালবাসি। টটেনহ্যামকে ভালবাসি। কিন্তু পাঁচ বছর পর মনে হচ্ছে কিসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাকে জানতে হবে লক্ষ্যটা কী? আমরা কী অর্জন করতে চাই?’ যে কারণেই এবার পোচেত্তিনো কেবল ফাইনাল খেলে আর লীগের শীর্ষ চারে থেকেই সন্তুষ্ট থাকতে রাজি নন। তিনি চ্যাম্পিয়ন হতে চান। এ জন্য চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠনেও সতর্কবার্তা দিয়ে রেখেছেন ক্লাব কর্তৃপক্ষকে। জানালেন, ক্লাবের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এদিকে সাম্প্রতিক সময়ে গ্যারেথ বেলের টটেনহ্যামে ফিরে আসার গুজব মোটেই সত্য নয় বলে স্বীকার করেছেন মাউরিসিও পোচেত্তিনো। রিয়াল মাদ্রিদের হয়ে মূল একাদশে সুযোগ না পাওয়ায় নিজের হতাশা প্রকাশ করতে কোন গোপনীয়তা রাখেননি বেল। ২৯ বছর বয়সী এই ওয়েলস তারকার আবারও স্পারসে ফিরে আসার ব্যাপারে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও বেলের কাক্সিক্ষত বেতনের ব্যয়ভার বহনের মতো ক্ষমতা প্রিমিয়ার লীগের ক্লাবটির নেই বলেই জানা গেছে। বেল প্রসঙ্গে পোচেত্তিনো বলেছিলেন, ‘আমার মনে হয় না এই খবরের কোন সত্যতা আছে। দেখা যাক আগামী কয়েকদিনে দলবদলের বাজারে কি হয়। গত মৌসুমের পর আমরা কিছু লক্ষ্যস্থির করেছিলাম। আর তা পরিপূর্ণ করার জন্য আরও কিছু মানসম্মত খেলোয়াড় দলে প্রয়োজন। ফুটবলে দীর্ঘ সময় কাটানো পরে সেখানে পরিবর্তনের জন্য ভিন্ন আবহ প্রয়োজন হয়ে পড়ে। এ জন্য সবাইকে স্বস্তিতে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমার কাজ হচ্ছে দল যাতে আরও উন্নতি করতে পারে তার নিশ্চয়তা দেয়া।’
×