ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের শক্তি টের পেল পাকিস্তান

প্রকাশিত: ১২:৫৮, ৭ মে ২০১৯

 ইংল্যান্ডের শক্তি টের পেল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে আসন্ন বিশ্বকাপের হটফেবারিট ইংল্যান্ড। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ইয়ন মরগানের দল টি২০ দিয়েই পাকিস্তানকে শক্তির জানান দিল। কার্ডিফে ৭ উইকেটের বড় জয়ের পথে সফরকারীদের কার্যত উড়িয়ে দিয়েছে ইংলিশরা। অথচ টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সরফরাজ আহমেদের দল দুটি প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় সঙ্গী করে মাঠে নেমেছিল। বাবর আজম (৬৫) ও হারিস সোহেলের (৫০) হাফ সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সফরকারী পাকিস্তান। জবাবে মরগান (৫৭*) ও জো রুটের (৪৭) দাপুটে ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। কেনিংটন ওভালে বুধবার প্রথম ম্যাচ দিয়ে শুরু দু’দলের পাঁচ ওয়ানডের সিরিজ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত একমাত্র টি২০ ম্যাচটিতে পাকিস্তানের ছুড়ে দেয়া ১৭৪ রানের জবাবে ইংলিশরা ভালই দাপট দেখিয়েছে। অবশ্য শুরুতেই বেন ডাকেটের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে কিছুটা ধাক্কা দিয়েছিলেন পাকিস্তান পেসার শাহীন আফ্রিদি। দলীয় ২১ রানের মাথায় ৯ রান করে ফিরে যান ডাকেট। দলীয় ৬৬ রানের মাথায় জেমস ভিন্সকে ফিরিয়ে দেন ইমাদ ওয়াসিম। তিনি আউট হন ৩৬ রান করে। জো রুট ৪২ বলে করেন ৪৭ রান। হাসান আলির বলে উইকেটের পেছনে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জো রুট। এরপর আর কাউকে আউট করতে পারেনি পাকিস্তানী বোলাররা। ইয়ন মরগান আর জো ডেনলি মিলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৯ বলে ৫৭ রানে ইয়ন মরগান আর ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন জো ডেনলি। অধিনায়ক মরগানই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ইমাদ ওয়াসিম, হাসান আলি আর শাহীন আফ্রিদি নেন ১টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাবর আজম আর হারিস সোহেলের জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাবর আজম ৪২ বলে ৬৫ এবং হারিস সোহেল ৩৬ বলে করেন ৫০ রান।
×