ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচন

গণতন্ত্রের মালিক জনগণ ॥ রাহুল

প্রকাশিত: ১০:৩১, ৪ মে ২০১৯

 গণতন্ত্রের মালিক জনগণ ॥ রাহুল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, গণতন্ত্রের মালিক হচ্ছেন জনগণ। তার দলের সরকার কি করবে তা বলে দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলটি সে অনুযায়ী কাজ করবে। এদিকে রাজস্থানে এক নির্বাচনী র‌্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত লোকজনকে আশ্বস্ত করে বলেছেন, ‘পুরো দেশ এবং কেন্দ্র আপনাদের পাশে আছে।’ এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪৮ ঘণ্টা সব ধরনের নির্বাচনী র‌্যালি বাতিল ঘোষণা করেছেন। অপরদিকে বহু বিতর্কের পরে ২৪ মে মুক্তি পেতে চলেছে মোদির বায়োপিক। খবর পিটিআই ও এনডিটিভির। বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে রাহুল বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে কংগ্রেস ভারতে প্রতিমাসে ১২ হাজার রুপীর কম আয় করা পরিবারের ব্যাংক এ্যাকাউন্টে বছরে ৭২ হাজার রুপী জমানো নিশ্চিত করবে। তিনি বলেন, ভুলে যাবেন না যে, আপনারাই গণতন্ত্রের মালিক। আপনারা আমাদের বলবেন আমাদের দলকে কি করতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করব। তিনি বলেন, আমি এখানে আমাদের মনের কথা বলতে আসিনি। বরং আপনাদের কথা শুনতে এসেছি। রাহুল বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে কংগ্রেস বিভিন্ন হাসপাতালে গরিবদের বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিভিন্ন জেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবে। তিনি খুন্তি লোকসভা আসনের ভোটারদের কংগ্রেস প্রার্থী কালীচরণ মুন্ডাকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি এ আসনে বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনার পরদিনই মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক ॥ ভারতের লোকসভা ভোটের পরেই প্রধানমন্ত্রী মোদির জন্য রয়েছে উপহার। তবে তা আদৌ উপহার হয়ে উঠবে কিনা সেসব বোঝা যাবে ২৩ তারিখ সারাদেশের ভোট গণনার পরেই। বহু বিতর্কের পরে, বহু টালবাহানার পরে অবশেষে ২৪ মে মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। অভিনেতা বিবেক আনন্দ ওবেরয় এই সিনেমায় প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের প্রযোজক সন্দীপ সিং বলেন, ‘দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনেক আলোচনার পর এবং চলচ্চিত্র সম্পর্কে কৌতূহল ও উত্তেজনা দেখার পর আমরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই অবিলম্বে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা ২৪ মে আমাদের চলচ্চিত্রের মুক্তি ঘটাব। ১৯ মে এই দেশে সাত দফার লোকসভা নির্বাচন শেষ হবে। তারপরে সিনেমার প্রচারের জন্য আমাদের হাতে থাকবে মাত্র চারদিন।’ প্রযোজক আরও জানিয়েছেন, ‘আমি আশা করছি এখন আর কারও কোন সমস্যা হবে না এবং আমরা আশাবাদী যে সিনেমার মুক্তি নিয়েও আর কোন সমস্যা ঘটবে না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা ১১ এপ্রিল তারিখে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ১১ তারিখ থেকেই এই দেশে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাওয়াতে সিনেমার মুক্তি রাতারাতি বন্ধ করে দেয়া হয়েছিল। ১০ এপ্রিল অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হওয়ার একদিন আগে নির্বাচন কমিশন বলেছিল, ‘নির্বাচনের সময় কোনভাবে এই প্রক্রিয়াকে ব্যাহত করার সম্ভাবনা রয়েছে এমন কোন চলচ্চিত্র ইলেকট্রনিক মিডিয়াতে প্রদর্শিত হবে না।’ কংগ্রেস অভিযোগ করেছিল যে, জাতীয় নির্বাচনের সময় এই চলচ্চিত্রের মুক্তি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। কংগ্রেস আরও উল্লেখ করে যে চারজন বিজেপি অফিসার চলচ্চিত্র নির্মাতাদের দলে রয়েছেন। চলচ্চিত্রের প্রযোজকরা সুপ্রীমকোর্টে চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছেন। তবে সুপ্রীমকোর্ট এই নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকার করে এবং নির্বাচন কমিশনের আদেশে হস্তক্ষেপ করতেও অস্বীকার করে। ওমুং কুমার পরিচালিত প্রধানমন্ত্রী মোদির বায়োপিকে আসলে মোদির শৈশব কৈশোর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সফরকেই চিহ্নিত করে।
×