ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

ব্যাঙ্গালুরুকে হারাল দিল্লী

প্রকাশিত: ০৯:২৮, ২৯ এপ্রিল ২০১৯

 ব্যাঙ্গালুরুকে হারাল দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার দিনের প্রথম ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ১৬ রানে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দিল্লী ক্যাপিটালস। অধিনায়ক আইয়ার (৫২) ও জাতীয় তারকা শিখর ধাওয়ানের (৫০) জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে দিল্লী। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস। অধিনায়ক ও দলের বড় তারকা কোহলি এদিন ২৩ রান করে আউট হন। এবি ডি ভিলিয়ার্স ১৭ ও পার্থিব প্যাটেল ফেরেন ব্যক্তিগত ৩৯ রানে। শিবাম দুবের ব্যাট থেকে আসে ২৪ রান। আশা জাগিয়েও ব্যাঙ্গালুরুর শেষ রক্ষা করতে পারেননি দুই টেলএন্ডার গুরকিরাত সিং (১৯ বলে ২৭) ও মার্কাস স্টয়নিস (২৪ বলে ৩২*)। দিল্লীর হয়ে দুটি করে উইকেট নেন পেসার কাগিসো রাবাদা ও স্পিনার অমিত মিশ্র। ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাটিং নিয়েছিলেন দিল্লী অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১০ বলে ১৮ রান করে পৃথ্বী শ আউট হওয়ার পরই ঝড় তোলেন ধাওয়ান-আইয়ার। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন তারা। দু’জনই ছিলেন সমান আগ্রাসী। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়া ধাওয়ান ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করে আউট হন। সমান বলে ২ চার ও ৩ ছক্কায় ব্যক্তিগত ৫২ রানে ফেরেন অধিনায়ক আইয়ার। ঋষভ পন্থ (৭) আর কলিন ইনগ্রাম (১১) দ্রুত আউট হলেও শেষদিকে দিল্লীকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান দুই অপরাজিত ব্যাটসম্যান শেরফানি রাদারফোর্ড (১৩ বলে ২৮*) ও অক্ষর প্যাটেল (৯ বলে ১৬*)। ব্যাঙ্গালুরুর হয়ে ২ উইকেট নেন লেগস্পিনার যুবেন্দ্র চাহাল। আগেই প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়া ব্যাঙ্গালুরুর ১২তম ম্যাচে অষ্টম হার এটি। টেবিলের তলানিতে বিরাট কোহলির দল। অন্যদিকে অষ্টম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসা দিল্লীর জন্য প্লে-অফের টিকেট অনেকটাই নিশ্চিত।
×