ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ

প্রকাশিত: ০৯:২৭, ২৯ এপ্রিল ২০১৯

 শেখ কামাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন আয়েজিত শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। গতকাল রবিবার নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেঢিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী বিভাগ ৩-১ গোলে খুলনা বিভাগকে হারিয়ে শিরোপা জিতে। ফাইনালে খুলনাই ছিল প্রথম ২০ মিনিটে শ্রেয়তর দল। তারা শুরু করেছিল আক্রমণাত্মক মেজাজে এবং ৪ মিনিটেই পায় গোলের দেখা। বামপ্রান্ত থেকে করা খালিদের ক্রসে ব্যাক হেড করে গোল করেন তারেক আজিজ। তবে ধীরে ধীরে খেলা গুছিয়ে নেয় রাজশাহী। ২০ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে সমতা আনেন রাজশাহী ডিফেন্ডার শিহাব। ছোট বক্সের ওপর থেকে তার ডান পায়ের প্লেসিং শট ঠাঁই নেয় খুলনার জালে। এ গোলই উজ্জীবিত করে তোলে রাজশাহীকে। ৩৪ মিনিটে রাজশাহীর এ্যাটাকিং জুটি লিখন ও সজিবের কম্বিনেশন এগিয়ে দেয় দলকে। লিখনের কাটব্যাকে প্লেসিং করে গোল করেন সজীব। রাজশাহী এগিয়ে যায় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে লিখনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে প্লেস করে দলকে তৃতীয় গোল উপহার দেন শিহাব। জয়ও নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। ম্যান অব দ্য ফাইনাল শিহাব (রাজশাহী)। ম্যান অব দ্য টুর্নামেন্ট লিখন (রাজশাহী)। সর্বোচ্চ গোলদাতা সজীব (রাজশাহী)। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেন অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন।
×