ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে অব্যাহত দরপতনে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০৬, ২৯ এপ্রিল ২০১৯

 শেয়ারবাজারে অব্যাহত দরপতনে বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে অব্যাহত পতন ও অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের নিয়ে ‘সিংহ ও ছাগল’ গ্রুপ বলে অপমানজনক কথা বলায় অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ সোমবার প্রতীকী অনশন অনুষ্ঠিত হবে মতিঝিলে ঢাকা স্টক একচেঞ্জের সামনে। রবিবার দুপুর আগের দিনের ধারাবাহিকতায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিনিয়োগকারীরা বলেন, অর্থমন্ত্রী যে ধরনের কথা বার্তা বলেছেন তা পাগলের প্রলাপের ন্যায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। সেখানে অর্থমন্ত্রী হয়ে তিনি কিভাবে শেয়ারবাজারকে ‘সিংহ-ছাগলের’ খেলা বলেন! এখানে তিনি কি বুঝিয়েছেন? অর্থমন্ত্রীর এরূপ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। জানা গেছে, শেয়ারবাজারের অব্যাহত দর পতনের প্রতিবাদে এক মাস ধরে মানববন্ধন এবং বিক্ষোভ করে আসছে সাধারণ বিনিয়োগকারীরা। এরপরেও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা থেকে কোন ধরনের কার্যকরী পদক্ষেপ না।
×