ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোরহানউদ্দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৯:০৯, ২৮ এপ্রিল ২০১৯

বোরহানউদ্দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৭ এপ্রিল ॥ বোরহানউদ্দিন উপজেলায় শনিবার জমিজমার বিরোধকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। চিকিৎসাধীন আহত ব্যবসায়ী তোতামিয়া জানান, তিনি তার মালিকানাধীন দোকানঘরে ৩৫ বছর ধরে ব্যবসা করছেন। পুরাতন দোকানঘর মেরামত করতে গেলে এলাকার মৃত ইয়াছিনের পুত্র সন্ত্রাসী আয়ুব আলী রুমি সন্ত্রাসীদের নিয়ে কাজে বাধা দেয়। এক পর্যায়ে হামলা চালিয়ে দোকান ভাংচুর করতে থাকে। প্রতিবাদ করতে গেলে তোতামিয়াসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। প্রতিপক্ষ আইয়ুব আলী গ্রুপের দাবি, তোতামিয়া অবৈধভাবে তাদের জমি দখল করে আছেন। অপরদিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে হানিফ মিয়ার বসতঘরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হানিফ মিয়া জানান, তিনি তার প্রতিপক্ষ মিলন মিয়ার কাছ থেকে ৮ শতাংশ জমি ১ লাখ দশ হাজার টাকায় ক্রয় করার জন্য ১ লাখ টাকা বায়না করেন। দীর্ঘদিন দলিল দেয়ার কথা বলে টালবাহানা করতে থাকেন মিলন মিয়া। এ নিয়ে শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন মিয়া বহিরাগত সন্ত্রাসীদের এনে হামলা চালায় ।
×