ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সোনাহাট স্থলবন্দর অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৯:০৪, ২৬ এপ্রিল ২০১৯

ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সোনাহাট স্থলবন্দর অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ পাথর আমদানিতে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আমদানি রফতানিকারক সমিতি ও সিএন্ডএফ এ্যাসোসিয়েশন। জানা গেছে, সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানিতে প্রতি ৫শ টন পাথরে পূর্বের তুলনায় প্রায় ৪০ হাজার টাকা ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে এ ট্যাক্স কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সোনাহাট স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি জানান, ট্যাক্স বৃদ্ধি করায় আমদানিকারকদের কোন লাভ না হওয়ায় তারা আমদানি বন্ধ রেখেছে। সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, এনবিআর কর্তৃপক্ষ সোনা মসজিদের রেটে পাথর আমদানি করার নির্দেশ দিয়েছে। কিন্তু সোনা মসজিদ দিয়ে পাকুড়া পাথর আসে (কালো পাথর) অন্যদিকে সোনাহাট দিয়ে আসে রিভার বোল্ডার (সাদা পাথর)। বাজারে সাদা পাথরের তুলনায় কালো পাথরের চাহিদা এবং মূল্য দুটোই বেশি। বাজারের সঙ্গে মূল্যের সামঞ্জস্য না হওয়ায় আমদানিকারকরা পাথর আমদানি বন্ধ ঘোষণা করেছে। সোনাহাট স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান শিকদার জানান, আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে আমদানিকারক সমিতি গাড়ি ঢুকতে দিচ্ছে না। কি কারণে তারা পাথরের ট্রাক ঢুকতে দিচ্ছে না তা এখনও আমাদের অফিসিয়ালি জানায়নি। উল্লেখ্য, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দরও একই কারণে বন্ধ রাখা হয়েছে।
×