ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে সাড়ে আট কোটির চমক এক ম্যাচেই শেষ!

প্রকাশিত: ১২:২১, ১৮ এপ্রিল ২০১৯

আইপিএলে সাড়ে আট কোটির চমক এক ম্যাচেই শেষ!

স্পোর্টস রিপোর্টার ॥ নিলামে ২০ লাখ টাকা ভিত্তি মূল্যের বরুণ চক্রবর্তীকে কিংস ইলেভেন পাঞ্জাব যখন ৮ কোটি রুপী দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নেয় তখন অনেকেই অবাক হয়েছিলেন। অথচ রহস্য স্পিনারের আইপিএলটা হয়ে উঠল দুঃস্বপ্নের মতো। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ তিনি খেলেছেন। কেকেআর-এর বিরুদ্ধে ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। দিয়েছিলেন ৩৫ রান। ‘মিস্ট্রি স্পিনার’ নিলেন মাত্র একটি উইকেট। অথচ নিলামে ঢক্কানিনাদ করে নেয়া হয়েছিল তাকে। পাঞ্জাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বরুণের আঙ্গুলে চিড় ধরেছে। আর এই চোটের জন্যই মাঠের বাইরে তিনি। পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট বরুণকে নিয়ে এখনও আশাবাদী। ফ্র্যাঞ্চাইজিটির সিইও সতীশ মেনন বলেন, ‘বরুণ চোট পেয়ে গেল, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। ক্রিকেটে চোট আঘাত হতেই পারে। তবে আমরা আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ কিন্তু কবে নামবেন বরুণ তা এখনও পরিষ্কার নয়। ঘরোয়া চেন্নাই লীগে চতুর্থ ডিভিশন লীগে জুবিলি ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফর্মেন্স করে নজর কেড়েছিলেন। ওয়ানডে টুর্নামেন্টে ৮.২৬ গড়ে ৩১টি উইকেট নিয়েছেন। তামিলনাড়ু ক্রিকেট লীগেও নজর কাড়েন ২৮ বছরের ক্রিকেটার। সিচেম মাদুরাই প্যান্থার্সকে চ্যাম্পিয়ন করেন বরুণ। ৪০ ওভার হাত ঘোরান তিনি। এর মধ্যে ডট বল করেন ১২৫টি। ইকনমি রেট ৪.৭। টুর্নামেন্টে ন্যূনতম ১৫ ওভার যারা বল করেছেন তাদের মধ্যে সেরা ছিলেন বরুণ। এই পারফর্মেন্সের জন্যই নিলামে আকাশছোঁয়া দাম উঠেছিল। কিন্তু নিলাম আর খেলার মাঠ তো এক নয়। নিলামে অমূল্য ক্রিকেটার মাঠে নেমে ব্যর্থ হয়েছেন, এমন দৃষ্টান্ত রয়েছে অনেক। এই তালিকায় সবচেয়ে বড় নাম জয়দেব উনাদকট। রয়েছেন পবন নেগী, টাইমাল মাইলসরা। বরুণ চক্রবর্তীও সেই তালিকাতেই বোধহয় নাম লেখাতে যাচ্ছেন। অনেক আশা জাগিয়ে এবার তাকে নিয়েছিল কিংস ইলেভেন। দিনের শেষে পর্বত যেন মুষিক প্রসব করল!
×