ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাট পণ্যের মোড়কে বিদেশে পণ্য রফতানি হবে

প্রকাশিত: ১১:৪৭, ১৮ এপ্রিল ২০১৯

পাট পণ্যের মোড়কে বিদেশে পণ্য রফতানি হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সারা বিশ্ব পণ্যের প্লাস্টিক মোড়ক থেকে বেরিয়ে পরিবেশবান্ধব মোড়কের দিকে এগুচ্ছে। বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগিয়ে বিদেশে পণ্য রফতানি করতে চায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। এ সময় বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন, দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সম্পর্কিত সমস্যা, সম্ভাবনা, এ খাতের উন্নয়ন পরিকল্পনা ও এর বাস্তবায়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী প্রাকৃতিক মোড়কের চাহিদা তৈরি হচ্ছে। বাংলাদেশ এ চাহিদাকে কাজে লাগিয়ে পাটের তৈরি মোড়কে পণ্য বিশ্বব্যাপী পৌঁছে দিতে চায়। এজন্য সরকার বহুমুখী পাটপণ্যের বিশ্বব্যাপী বাজার তৈরির জন্য কাজ করবে।’ বিগত বছরগুলোতে বিশ্বব্যাপী পাটের চাহিদা ও বাংলাদেশের সরকারী, বেসরকারী ও বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা কি পরিমাণ পণ্য উৎপাদন ও রফতানি করেছে তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে। এজন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাটকল কর্পোরেশন (বিজেএমসি), পাট অধিদফতর, পাটকল এ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বহুমুখী পাটপণ্য উদ্যোক্তাদের নিয়ে যৌথভাবে কাজ করবে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকার পরবর্তী জরুরী করণীয় নির্ধারণ করবে বলেও জানান পাটমন্ত্রী। মন্ত্রী বলেন, দেশীয় সংস্কৃতি ধারণ ও পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে পাটের সোনালী সুদিন ফিরিয়ে এনেছে সরকার।
×