ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হকির নির্বাচনে তোড়জোড়

প্রকাশিত: ১২:০১, ১৭ এপ্রিল ২০১৯

হকির নির্বাচনে তোড়জোড়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচন কয়েক দফা পিছিয়ে অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। মনোনয়নপত্র জমা পড়েছিল ৬৮। এর মধ্যে প্রত্যাহার হয়েছে ১২টি। এছাড়া মামলার কারণে একটি বাতিল হয়েছে। ফলে এখন ২৮ পদের জন্য প্রার্থী হিসেবে থাকলেন ৫৫। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, যে ১২টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে, তার সবই রশিদ শিকদার-মমিনুল হক সাঈদ প্যানেলের। এ প্যানেল থেকে ২৮ পদে ৩৭ মনোনয়নপত্র জমা হয়েছিল। ১২টি প্রত্যাহার করে নেয়ায় এখন তাদের প্রার্থী থাকলেন ২৫ জন। ১৯টি সদস্য পদে তাদের প্রার্থী ১৬ জন। অনেকেই ভেবেছিলেন এই নির্বাচনে সমঝোতা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। ভোটের লড়াইয়ে সরাসরি মুখোমুখি মোহামেডান ও আবাহনী। যদিও সাধারণ সম্পাদক পদে লড়াইটা হচ্ছে মোহামেডানের কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ ও জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর আবদুস সাদেকের মধ্যে। তবে আবদুস সাদেকের গায়ে জাতীয় ক্রীড়া পরিষদের জার্সি হলেও তিনি আসলে আবাহনীরই প্রার্থী। অন্যদিকে সাজেদ-সাদেক পরিষদ থেকে ৩০টি মনোনয়নপত্র জমা হলেও কেউ প্রত্যাহার করেননি। এর মধ্যে সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া তারেক এ আদেলের কাউন্সিলরশিপ বাতিল হওয়ায় তার প্রার্থিতাও বাতিল হয়েছে। এখন ১৯ সদস্য পদের বিপরীতে এই প্যানেলের প্রার্থী ২০। ৫টি সহসভাপতি পদের জন্য লড়বেন ১১ জন। এর মধ্যে রশিদ শিকদার-সাঈদ প্যানেলের আছেন আবদুর রশিদ শিকদার, সৈয়দ মোস্তাক আলী মুকুল, সারওয়ার হোসেন, মাহমুদ রিবন ও নুরে আলম খোকন। সাজেদ-সাদেক প্যানেলের আছেন সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ, মোস্তাবা জামান ও ইউসুফ আলী। এর বাইরে সহসভাপতি নির্বাচন করছেন রংপুরের কামরুজ্জামান চৌধুরী। সাধারণ সম্পাদক পদের জন্য তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রশিদ শিকদার এ পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন করছেন সহসভাপতি পদে। রশিদ-সাঈদ প্যানেল থেকে ৭ জন সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাঈদ এ পদ ছেড়ে দিয়ে লড়ছেন সাধারণ সম্পাদক পদে। আর প্রতাপ শংকর হাজরা সহসভাপতি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার মধ্যে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
×