ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুজনেতসোভার বিদায় শেষ আট থেকে

প্রকাশিত: ১০:৪৫, ১৪ এপ্রিল ২০১৯

 কুজনেতসোভার বিদায় শেষ  আট থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ সাত মাস পর টেনিসে ফিরে বেশ ভালই খেলছিলেন সভেতলানা কুজনেতসোভা। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেই থেমে গেছে তার অগ্রযাত্রা। শেষ আটে তাকে থামিয়ে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের তারকা ক্রিস্টিনা পিসকোভা। তবে ক্রিস্টিনা লুগানোয় চলমান স্যামসাং ওপেনের সেমিফাইনালে পা রাখলেও আর এগোতে পারেননি। তিনি সেমিতে হোঁচট খেয়েছেন পোল্যান্ডের ১৭ বছর বয়সী তরুণী ইগা সোইয়াটেকের কাছে। একেবারেই অপরিচিত এ তারকা প্রথমবার কোন ডব্লিউটিএ আসরের ফাইনালে উঠেছেন। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ হয়েছেন স্লোভেনিয়ার তারকা পোলোনা হারকগ। ৩৩ বছর বয়সী এ রাশিয়ান তারকা কুজনেতসোভা ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০০৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন। এর আগেই অবশ্য ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাওয়ার কারণে ২০০৭ সালের সেপ্টেম্বরে উঠে এসেছিলেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে। তবে এরপর তার উর্ধগতিতে ধস নেমেছিল। তার সর্বশেষ সেরা গ্র্যান্ডস্লাম নৈপুণ্য ছিল ২০১৭ সালের উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল খেলা। কিন্তু বর্তমানে নেমে গেছেন ১০৯ নম্বরে। এর কারণ ইনজুরির সঙ্গে লড়াই। প্রথমে কব্জির ইনজুরি, এরপর আবার হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন এ রাশিয়ান তারকা। তারপর লুগানো থেকেই তার আবার ডব্লিউটিএ আসরে ফেরার লড়াইটা শুরু হয়েছিল। দারুণ খেলতে থাকা এ রাশিয়ান তরুণী উঠে এসেছিলেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু তাকে সেখানেই থামিয়ে দিয়েছেন ক্যারোলিনা পিসকোভার সহদোরা বোন ক্রিস্টিনা পিসকোভা। তিন সেটের দীর্ঘ লড়াইয়ে চেক তারকা জয় তুলে নেন ৪-৬, ৬-৩, ৭-৫ সেটে। দুই ঘণ্টা লড়াই করে প্রায় দুই বছর পর আবার কোন আসরের সেমিতে ওঠেন ক্রিস্টিনা। সেবার তিনি প্রাগের টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু এবার আর সেটি করতে পারলেন না। সেমিতে তিনি নতি স্বীকার করলেন টেনিস বিশ্বে একেবারেই অপরিচিত এবং বলা যেতে পারে পেশাদার টেনিসে নবাগত পোলিশ কিশোরী সোইয়াটেকের কাছে। ম্যাচটিতে এ পোলিশ কিশোরীর কাছে কোন পাত্তাই পাননি ক্রিস্টিনা। সরাসরি ৬-০, ৬-১ সেটে ক্রিস্টিনাকে বিধ্বস্ত করেছেন। শেষ আটে অবশ্য সোইয়াটেক বেশ ঘাম ঝরানো জয় তুলে নিয়েছিলেন। ভেরা ল্যাপকোকে তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারিয়ে দেন ৪-৬, ৬-৪, ৬-১ সেটে। এবার দুটি আইটিএফ শিরোপা জেতা এবং গত বছর উইম্বলডনে বালিকা এককে চ্যাম্পিয়ন সোইয়াটেকের প্রতিপক্ষ হয়েছেন ২৮ বছর বয়সী অভিজ্ঞ স্লোভেনিয়ার তারকা হারকগ। তিনি কোয়ার্টার ফাইনালে রাশিয়ান তরুণী ভেরোনিকা কুদেরমেতোভাকে ৬-৪, ৬-১ সেটে হারিয়ে সেমিতে উঠেছিলেন। সেখানে তার প্রতিপক্ষ ছিল বেলজিয়ান বংশোদ্ভূত ফ্রান্সের ফিওনা ফেরো। কিন্তু তাকে আর সেভাবে পাত্তা দেননি হারকগ। সরাসরি ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন। এবার ক্যারিয়ারের তৃতীয় ডব্লিউটিএ শিরোপা জয়ের লড়াইয়ে কিশোরী প্রতিপক্ষ সোইয়াটেকের বিরুদ্ধে অবতীর্ণ হবেন তিনি।
×