ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাগরিক টিভিতে বৈশাখের নাটক ‘ডিটেকটিভ লাভ’

প্রকাশিত: ০৯:৩০, ১৩ এপ্রিল ২০১৯

  নাগরিক টিভিতে বৈশাখের  নাটক ‘ডিটেকটিভ লাভ’

স্টাফ রিপোটার ॥ বাংলা নববর্ষ উপলক্ষে আজ রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’। রণক ইকরামের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাস, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ। নাটকে জোভান অভিনয় করেছেন শখের গোয়েন্দার চরিত্রে। অন্যদিকে নিজের পাতানো প্রেম ভাঙতে গোয়েন্দা জোভান ও ফয়সালের দ্বারস্থ হন টয়া। এরপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনকি এক পর্যায়ে টয়ার জন্য জোভানকে বন্দী হয়ে সেদ্ধ আলু পর্যন্ত খেতে হয়! ভরপুর হাসির এই নাটকটি নাগরিক টিভিতে প্রচারের পর সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আজ রাত ১০ টায়। শিউলী আক্তারের প্রযোজনায় নাটকটি ফ্যাক্টর থ্রি সলিউশনের তত্ত্বাবধানে নির্মিত নাটকটির চিত্রগ্রহণ করেছেন সানি খান, সম্পাদনা করেছেন মোহাম্মদ মাহিন। নতুন এই নাটক প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, কাজটি অনেক এনজয় করেছি। কাজ করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। দর্শকরা নাটকটি দেখেও প্রচুর মজা পাবেন। অভিনেত্রী টয়া বলেন, মোহন আহমেদের সঙ্গে অল্পদিনে বেশ ক’টি কাজ করে ফেলেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। কারণ এটি কমেডি ঘরানার নাটক। দর্শকদের জন্য এই নাটকে অনেক আনন্দ পাবেন।
×