ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে কমিটি গঠন

প্রকাশিত: ১২:২৮, ১২ এপ্রিল ২০১৯

জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে কমিটি গঠন

শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে ১ বছর বা এর বেশি সময় ধরে অবস্থান করা কোম্পানিগুলোর বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটি ‘জেড’ ক্যাটাগরি নিয়ে ২০০২ সালে জারিকৃত নোটিফিকেশন এর ওপর আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির পরিচালক মোঃ মনসুর রহমানকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলামকে এবং সদস্য করা হয়েছে সংস্থাটির উপ-পরিচালক শেখ মোঃ লুৎফুল কবিরকে। ২০০২ সালের নোটিফিকেশন অনুযায়ী, ১ বছর বা এর বেশি সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে পুনর্গঠিত করার বাধ্যবাধকতা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×