ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে তিন বোনসহ চার জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের, আটক ২

প্রকাশিত: ১১:২২, ১১ এপ্রিল ২০১৯

নরসিংদীতে তিন বোনসহ চার জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের, আটক ২

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে তিন বোনসহ একই পরিবারের চারজনের অগ্নিদগ্ধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ তিন বোনের মধ্যে বড় বোন রতœা আক্তার বাদী হয়ে বুধবার রায়পুরা থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় মামুন ও রবিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি সংক্রান্ত ও হত্যাকা-ের জের হিসেবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। তিনি আরও জানান, গত ৬ ফেব্রুয়ারি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের দুলাল গাজী হত্যাকাণ্ডের পর তাদেরই প্রতিবেশী সামসু মিয়ার পুত্র সোহাগ ও বিপ্লবকে আসামি করা হলে তারা পরিবার পরিজন নিয়ে অন্যত্র চলে যায়। সম্প্রতি উচ্চ আদালত থেকে বিপ্লব জামিন প্রাপ্ত হয়ে সোমবার নিজ বাড়িতে আসেন ও তার পরিবারের সদস্যরা। এরপর প্রতিপক্ষের লোকজন সুকৌশলে তাদের ঘরে অগ্নিসংযোগ করে। এতে একই পরিবারের তিন শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়। এরা হলো ঃ বিপ্লবের বোন মুক্তা মণি (১৬), সুইটি (১৩) ও কচি (১১) এবং বিপ্লবের ফুফু খাতুনের নেছা (৬০) অগ্নিদগ্ধদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ও দুলাল গাজী হত্যাকা- নিয়ে পরিকল্পিতভাবে এ আগুনের ঘটনা ঘটানো হয়েছে বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় আটককৃত দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
×