ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বেলজিক তারকাকে যে কোন মূল্যে ধরে রাখতে চায় ব্লুজরা

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

প্রকাশিত: ১২:০১, ১০ এপ্রিল ২০১৯

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ঝলমলে জয় পেয়েছে চেলসি। সোমবার রাতে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটডকে ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা। ম্যাচ শেষে চেলসি কোচ মাওরিসিও সাররি জানিয়েছেন, তারা যে কোন মূল্যে হ্যাজার্ডকে দলে রাখতে আশাবাদী। গত সেপ্টেম্বরে লীগের প্রথমপর্বে ওয়েস্টহ্যামের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল ২০১৬-১৭ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন চেলসি। তবে এবার ঘরের মাঠে সহজ জয় পেয়েছে তারা। এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ব্লুজরা। ৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে চেলসির পয়েন্ট ৬৬। চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬৪। ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আর্সেনাল। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচ খেলা লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। আর ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচে ৬১। ঘরের মাঠে ম্যাচের ২৪ মিনিটে একক নৈপুণ্যে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। সতীর্থের পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে এগিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ডি বক্সে ঢুকে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে হ্যাজার্ডের বাড়ানো বল ধরে গঞ্জালো হিগুয়াইনের শট পোস্টে বাধা পায়। বিরতির ঠিক আগে আর্জেন্টাইন স্ট্রাইকারের কাছ থেকে নেয়া শট রুখে দেন অতিথি গোলরক্ষক। বিরতির পর ম্যাচের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। রস বার্কলির ক্রস ডি বক্সে ফাঁকায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এবারের লীগে এ নিয়ে ১৬ গোল করেছেন হ্যাজার্ড। ম্যাচ শেষে যে কোন মূল্যে হ্যাজার্ডকে ধরে রাখার ঘোষণা দেন চেলসি কোচ মাওরিসিও সাররি। কারণ এই মুহূর্তে বেলজিয়ান ফরোয়ার্ডের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। তবে শিষ্যের ব্যক্তিগত ইচ্ছাকে সম্মান জানাতে প্রস্তুত এই ইতালিয়ান কোচ। আগামী বছর চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে হ্যাজার্ডের। গত বছর রাশিয়া বিশ্বকাপের পর জোর গুঞ্জন ওঠে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। একাধিকবার নিজেও স্পেনে পা রাখার ইচ্ছা প্রকাশ করেন হ্যাজার্ড। দ্বিতীয় মেয়াদে কোচ জিনেদিন জিদান রিয়ালের কোচ হওয়ার পর থেকে গুঞ্জনটা আরও জোরালো হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, বড় অঙ্কের টাকা খরচ করে বেশ কয়েকজন খেলোয়াড় কিনতে চায় রিয়াল। পছন্দের তালিকায় জোরেশোরে শোনা যাচ্ছে হ্যাজার্ডের নাম। তবে সাররি আশাবাদী, লন্ডনেই থাকবেন চলতি মৌসুমে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৯ গোল করা হ্যাজার্ড। চেলসি কোচ এ প্রসঙ্গে বলেন, আরেকজন হ্যাজার্ড খুঁজে বের করা অসম্ভব। এই মুহূর্তে তার মাপের আর কোন খেলোয়াড় নেই। তার মান অনেক উঁচুতে। তাই পৃথিবীতে আপনি তার মতো আরেকজন খেলোয়াড় খুঁজে পাবেন না। আমি আশাকরি হ্যাজার্ড এখানে থাকবে। নয়তো আমাদের ভিন্ন কিছু চেষ্টা করতে হবে। ২০১২ সালে ফরাসী ক্লাব লিলে থেকে চেলসিতে যোগ দেয়া হ্যাজার্ডকে ধরে রাখতে ক্লাব সবকিছুই করবে বলে মনে করেন সাররি। যদিও কাজটা সহজ হবে না, সেকথাও মানছেন তিনি। তার মতে, আমি নিশ্চিত যে ক্লাব তাকে বিক্রি করতে চায় না। কিন্তু আমি মনে করি, অবশ্যই আমাদের সবার তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সে তার চুক্তির শেষ মৌসুমে এসে পড়েছে। যদি সে নতুন আরেক অভিজ্ঞতা অর্জন করতে চায়, তার চাওয়াকে আমাদের সম্মান জানানো উচিত। সাররি বলেন, অবশ্যই যে কোন মূল্যে তাকে ধরে রাখতে আমরা চেষ্টা করব। কিন্তু কাজটা সহজ নয়। হ্যাজার্ড নিজে অবশ্য এই মুহূর্তে নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন না। চলতি মৌসুম শেষে সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছেন।
×