ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক সংস্কার দাবিতে দাউদকান্দিতে অবরোধ

প্রকাশিত: ১০:২৩, ৮ এপ্রিল ২০১৯

 সড়ক সংস্কার দাবিতে দাউদকান্দিতে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৭ এপ্রিল ॥ সড়ক সংস্কার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে সিএনজি চালকরা। রবিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কের বাজার থেকে মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কজুড়ে বিদ্যুতের খুঁটি, বাঁশ ও গাছ ফেলে এ অবরোধ ও ধর্মঘটের ডাক দেন তারা। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিএনজি চালকদের সমর্থন জানিয়ে এলাকাবাসী ও সড়কের দু’পাশের স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। তাৎক্ষণিক খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম ঘটনাস্থলে আসেন এবং সড়ক সংস্কারের আশ^াসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও সিএনজি চালকরা তাদের ধর্মঘট অব্যাহত রাখে। সকাল থেকে চলা ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ থাকায় এ সড়কে চলাচলকারী যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। এ সড়কে চলাচলকারী সিএনজি চালক জাহাঙ্গীর, সায়েম, নুর আলম ও হারুন মিয়া জানান, গাড়ি চালিয়ে প্রতিদিনই আমাদের ব্যথার ওষুধ খেতে হয়। আর কয়দিন পর পর সিএনজির কাজ করানো লাগে, তাই মালিকরাও আমাদের থেকে জরিমানা কেটে নেয়। এখন আমরা সিএনজি চালিয়ে ছেলে মেয়ে নিয়ে ভাত খাইব নাকি ওষুধ খাইব নাকি মালিকদের জরিমানাসহ জমার টাকা দিব? কোনটাই যখন পারতেছি না তাই বাধ্য হয়ে রাস্তায় নামছি। সরকারের কাছে আমাদের দাবি রাস্তাটি দ্রুত মেরামত করলে আমরা ছেলে মেয়ে নিয়ে ডাইল(ডাল) ভাত খেয়ে বাঁচতে পারি।
×