ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারল্য সঙ্কটেও এস্কোয়ার নিটের লেনদেন শুরু

প্রকাশিত: ০৯:২৬, ৭ এপ্রিল ২০১৯

 তারল্য সঙ্কটেও এস্কোয়ার নিটের লেনদেন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে এখন আস্থা ও তারল্য সঙ্কট চলছে। এর মধ্যে প্রতিদিনই শেয়ারবাজারে যোগ হচ্ছে নিত্য নতুন শেয়ার। নতুন তালিকাভুক্ত কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের লক ফ্রি হচ্ছে নিয়ম মেনেই। এপ্রিলের প্রথম তিনদিনেই তিন কোম্পানির প্রায় ৪ কোটি প্লেসমেন্ট শেয়ারের লক ফ্রি’র ধাক্কা না সামলাতেই আগামী ৯ এপ্রিল শেয়ারবাজারে আসছে এস্কোয়ার নিট নামের বস্ত্র খাতের কোম্পানি। অথচ আইপিওর মাধ্যমে টাকা উত্তোলন করা নতুন কোম্পানির মধ্যে বস্ত্র খাতের কোম্পানিগুলোর অবস্থাই সবচেয়ে নাজুক। তাই বাজার সংশ্লিষ্টদের মতো সাধারণ বিনিয়োগকারীরাও শঙ্কায় রয়েছে এস্কোয়ার নিটের আইপিও মূল্য তারা সেকেন্ডারি মার্কেটে পাবে তো? জানা গেছে, নতুন তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের শেয়ার দর কাট-অফ প্রাইসের নিচে নেমে এসেছে। যে কোম্পানিটির শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরে এখনও ৮ মাস অতিক্রম হয়নি। তাই ৪৫ টাকা কাট অফ প্রাইসের এস্কোয়ার নিটের বিনিয়োগকারীও আতঙ্কে রয়েছে। আইপিওতে শেয়ার বরাদ্দ পাওয়া বিনিয়োগকারীদের অভিমত, বাজারে তারল্য সঙ্কট থাকায় এই পরিস্থিতিতে নতুন শেয়ার আসলে কাক্সিক্ষত দর না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা চেয়েছিল শেয়ারটি যেন পরে শেয়ারবাজারে আসে। বিশ্লেষণে দেখা গেছে, নিলামে আমান কটনের কাট-অফ প্রাইস নির্ধারণ হয় ৪০ টাকা। যে শেয়ারটি বৃহস্পতিবার লেনদেন শেষে ৩৪.৮০ টাকায় দাঁড়িয়েছে। শেয়ারটি ১২ মার্চ থেকে কাট-অফ প্রাইসের নিচে অবস্থান করছে। তবে কাট-অফ প্রাইসের নিচে নেমে আসা এটাই প্রথম ঘটনা না। উল্লেখ্য, আইপিও পূর্ব ৮০ কোটি টাকার পরিশোধিত মূলধনের আমান কটন শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করে। এই টাকা সংগ্রহে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করা হয়। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ৪০ টাকা করে ৬০ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। বাকি ৪০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ টাকা করে বিক্রি করা হয়। ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং নামের কোম্পানি ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা মূল্যে শেয়ারবাজারে আসে। এখন সেটির মূল্য হচ্ছে ১৫.৪০ টাকা। হামিদ ফেব্রিক্স নামের আরও একটি কোম্পানি ২৫ টাকা প্রিমিয়াম নিয়ে ৩৫ টাকায় শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করেছে। এখন সেটির দর ২০ টাকা ৪০ পয়সা। মতিন স্পিনিং ৩৭ টাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এখন দর ৩৮.৬০ টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল ২৮ টাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে ৬৬.২০ টাকায় লেনদেন হচ্ছে। আরগন ডেনিমের ৩৫ টাকা করে ইস্যুমূল্য ছিল সেটি এখন দাঁড়িয়েছে ২৪.৫০ টাকায়। সায়হাম কটন ২০ টাকা দরে শেয়ারবাজারে এসেছে সেটির দর এখন ২৩.৯০ টাকা। জাহিন টেক্সেও ২৫ টাকা দরে শেয়ারবাজারে এসে এখন ৮.৮০ টাকায় লেনদেন হচ্ছে।
×