ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আর্থারের ব্যর্থতায় ক্ষুব্ধ শোয়েব আকতার

প্রকাশিত: ১০:৫৫, ১ এপ্রিল ২০১৯

 আর্থারের ব্যর্থতায় ক্ষুব্ধ শোয়েব আকতার

স্পোর্টস রিপোর্টার ॥ মিকি আর্থারের কোচ হওয়ার কোন যোগ্যতাই নেই বলে ধুয়ে দিলেন সাবেক পাকিস্তান ফাস্ট বোলার শোয়েব আকতার। তিনি বলেন, ‘সত্যি বলতে, আর্থারের কোচ হওয়ার কোন যোগ্যতাই নেই। অনেকদিন ধরেই বলে আসছি সরফরাজ আহমেদের উচিত (মিকি আর্থারের কাছ থেকে) সব নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়া। অথবা তাকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেয়া। অধিনায়কত্ব এভাবেই করতে হয় এবং ইমরান খানের মতো অধিনায়করা এভাবেই লড়াই করেছেন।’ আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে টানা তিন হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর নিজ বাসভবনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তাদের ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে নিয়মিত কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। বিশ্বকাপে তাদের ফুরফুরে মেজাজে পেতেই এমন সিদ্ধান্ত। ওয়ানডে সিরিজ হারের পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত দল নির্বাচন নীতিমালার চরম সমালোচনা করেছেন। ইমরানের উদাহরণ টেনেই শোয়েবের প্রশ্ন, ‘ইমরান থাকলে কি নির্বাচকদের হস্তক্ষেপ করতে দিতেন তার দলে। ফলটা কিন্তু সবাই জানে।’ সরফরাজ, বাবর আজম, শাদাব খান, ফখর জামান, হাসান আলীদের ছাড়াই ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। নির্বাচকদের এই নীতির কড়া সমালোচনা করেন খেলোয়াড়ী জীবনে বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন এই পেসার, ‘ভাবনাটা বিশ্বকাপের প্রস্তুতি হলে সিদ্ধান্তটি চরম ভুল হয়েছে। আমরা খেলোয়াড়রা সবসময় দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছি। আসল বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না, সমাধানও কেউ করছে না।’ পিসিবিতে যোগ্যতাসম্পন্ন লোকের অভাব বলেও মনে করেন ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা শোয়েব। বিনা পারিশ্রমিকে পিসিবিতে যোগ দেয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি, ‘পিসিবিতে যোগ্যতাসম্পন্ন কেউ আসছে না কেন?
×