ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীন দেশে অর্থনৈতিক বৈষম্য কি কমেছে

প্রকাশিত: ০৯:১৭, ২৮ মার্চ ২০১৯

স্বাধীন দেশে অর্থনৈতিক বৈষম্য কি কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে অন্যতম কারণ অর্থনৈতিক বৈষম্য। স্বাধীন হয়েছে দেশ। কেটে গেছে চার যুগ। ভঙ্গুর অর্থনীতির গল্প পেছনে ফেলে গড়েছে টেকসই অর্থনীতি। স্বাধীনতা উত্তর যে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল মাত্র ৭০ ডলার, এখন তা বেড়েছে ২৭ গুণ। কিন্তু, ধনী-গরিব বৈষম্য কি কমেছে? অর্থনৈতিক শোষণের শৃঙ্খল ভেঙ্গে ঘুরে দাঁড়িয়েছে ৪৮ বছরের স্বাধীন বাংলাদেশ। একাত্তর পরবর্তী দুর্বল অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠী ভেঙ্গে পড়ত একটুখানি ঝড় ঝাপটাতেই। কিন্তু, নানা খাতের বিকাশের মধ্য দিয়ে এখন টিকে থাকার শক্তি অর্জন করেছে মানুষ। একাত্তরে যেখানে মাথাপিছু আয় ছিল মাত্র ৭০ ডলার আর ২০১৯-এর বাংলাদেশে তা উনিশশো ডলার ছাড়িয়েছে। অংকের হিসাবে গড় মাথাপিছু আয় ২ হাজার ডলার ছুঁই ছুঁই করলেও এখনও প্রায় সাড়ে ৬ কোটি মানুষের আয় ১ হাজার ডলারের নিচে। ফলে ধনী-গরিবের বৈষম্যটা স্পষ্ট। আর পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ বছরে জাতীয় আয়ে শীর্ষ ১০ শতাংশ ধনীদের অবদান ৩৫ থেকে বেড়েছে ৩৮ শতাংশে। অন্যদিকে, সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের অবদান ২ থেকে নেমেছে ১ শতাংশে।
×