ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কিরনের কটূক্তি, চট্টগ্রাম মেয়রের নেতৃত্বে মানববন্ধন

প্রকাশিত: ১১:৩৬, ১৫ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রীকে কিরনের কটূক্তি, চট্টগ্রাম মেয়রের নেতৃত্বে মানববন্ধন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিকারী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তা মাহফুজা আক্তার কিরনের শাস্তির দাবিতে গতকাল বিকালে চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়াম চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সিটি মেয়র, সভাপতি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন মোঃ আলমগীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও প্রেসক্লাব প্রেসিডেন্ট আলহাজ আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোজাম্মেল হক, ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিটি কর্পোরেশন কাউন্সিলর গিয়াস উদ্দিন, দিদারুল আলম মাসুম, হাসান মুরাদ বিপ্লব। এছাড়াও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কোচ, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের ক্রীড়ামোদী জনগণ উপস্থিত ছিলেন। আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলকে কলুষিত করে চলেছেন দুর্নীতিবাজ কর্মকর্তা মাহফুজা আক্তার কিরন। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তি করে সীমাহীন দুঃসাহস দেখিয়েছে এই কিরন। অতিসত্বর ফুটবলের সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করে সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড় করতে হবে কিরনকে। বাফুফে বর্তমান নির্বাহী কমিটিতে ২ জন সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সদস্যও রয়েছেন। তাদের এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আ.জ.ম. নাছির। বাফুফে সভাপতিসহ অন্য কর্মকর্তারা এ বিষয়ে নিষ্ক্রীয় থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে আপনারা কিরনের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় কিরনের মদদদাতা হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আপনাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াবে। আগামী সোমবার চট্টগ্রাম থেকে কিরনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ঘোষণার পাশাপাশি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সভা আয়োজন এবং প্রতিটি বিভাগীয় শহরে ন্যূনতম ১টি করে মামলা করে এই দুর্নীতিবাজ ফুটবলের কলঙ্কখ্যাত কর্মকর্তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দিক নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা। তরফদার মোহাম্মদ রুহুল আমিন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস দেখানো অসাধু ফুটবল কর্মকর্তা কিরনের সর্বোচ্চ শাস্তি দাবিসহ বাংলাদেশের ফুটবলের সকল প্রকার পদ-পদবী থেকে তাকে বহিষ্কার করার জোর দাবি জানান। তিনি কিরনের বক্তব্যে বাফুফের রহস্যজনক নীরবতার কঠোর সমালোচনা করেন। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সিরাজউদ্দিন মোঃ আলমগীর এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও প্রেসক্লাব প্রেসিডেন্ট আলহাজ আলী আব্বাস বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিকারী কিরনের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে চট্টগ্রামসহ দেশের ক্রীড়াঙ্গন। দুর্নীতিবাজ এই কর্মকর্তার প্রশ্নবিদ্ধ কর্মকা- কলুষিত হয়েছে বাংলাদেশ ক্রীড়াঙ্গন। অচিরেই তাকে সকল প্রকার ক্রীড়া কর্মকা- থেকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ষ্টেডিয়ামব্যাপী বিপুলসংখ্যক ক্রীড়ামোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ শেষে মাহফুজা আক্তার কিরনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
×