ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে ৩৫ রানের হার কোহলিদের

ওয়ানডে সিরিজেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১২:০২, ১৪ মার্চ ২০১৯

 ওয়ানডে সিরিজেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারের পর মনে হচ্ছিল এ্যারন ফিঞ্চের দল আর পারবে না। অথচ নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ৩-২এ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। তাও আবার ভারতের মাটিতে। বুধবার দিল্লীতে অঘোষিত ফাইনাল হয়ে ওঠা পঞ্চম ও শেষ ওয়ানডেতে অসিরা পেল ৩৫ রানের দারুণ জয়। উসমান খাজার সেঞ্চুরি (১০০), পিটার হ্যান্ডসকম্বের (৫২) হাফ সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ২৭২ রানের স্কোর গড়ে অসিরা। জবাবে ৫০ ওভারের শেষ বলে ২৩৭ রানে গুটিয়ে যায় ভারত। রোহিত শর্মা সর্বোচ্চ ৫৬, অধিনায়ক বিরাট কোহলি ২০ রান করে আউট হন। ১৩২ রানে ৬ উইকেট হারানো ভারতের হয়ে শেষদিকে ব্যবধান কমিয়েছেন কেদার যাদব (৪৪) ও ভুবনেশ্বর কুমার (৪৬)। অস্ট্রেলিয়ার হয়ে এ্যাডাম জাম্পা ৩ ও প্যাট কামিন্স নিয়েছেন ২ উইকেট। অসিরা এর আগে টি২০ সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলে। অধিনায়ক ফিঞ্চ ২৭ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে যান। দ্বিতীয় উইকেটে উসমান খাজা ও পিটার হ্যান্ডসকম্ব ৯৯ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৭৫ পর্যন্ত নিয়ে যান। ৩৩ ওভারের মাথায় দলের ওই রানেই ফিরে যান খাজা। ১০৬ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান তিনি। প্রথম সেঞ্চুরিটিও তিনি এই সিরিজেই পেয়েছেন। এরপর অবশ্য অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষদিকে ঝাই রিচার্ডসন ও প্যাট কামিন্সের ব্যাটে ভর করে ২৭২ রানের সংগ্রহ পায় অসিরা। রিচার্ডসন ২১ বলে ৩ চারে ২৯ ও কামিন্স ৮ বলে ২ চারে ১৫ রান করেন। ভারতের হয়ে বল হাতে ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট নেন। দুটি করে শিকার মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজার। দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির সাহায্যে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন খাজা। ভারতের মাটিতে পাঁচ ওয়ানডের সিরিজে যা নতুন রেকর্ড। এর আগে যেটি ছিল এবি ডি ভিলিয়ার্সের, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক করেছিলেন ৩৫৮ রান। খাজা এবিকে পেছনে তো ফেলেছেনই, পেছনে ফেলেছেন এই তালিকায় তৃতীয় স্থানে থাকা (যারা এই ম্যাচের আগে ছিলেন দ্বিতীয় স্থানে) ক্যারিবীয় গর্ডন গ্রিনিজ (১৯৮৩ সাল) ও শ্রীলঙ্কান তিলকরত্নে দিলশানকেও। দু’জনই করেছিলেন ৩৫৩ রান। ভারতের বিপক্ষে (যে কোন ভেন্যুতে) পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করার দিক থেকেও খাজা এখন শীর্ষে। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে। উইলিয়ামসন নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে করেছিলেন ৩৬১ রান। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে খাজা যে নতুন রেকর্ড গড়েছেন তার আরও একটি রেকর্ডের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্সকে। একই সঙ্গে স্পর্শ করেছেন ক্রিস গেইলকে। পাঁচ ম্যাচের সিরিজে চারবার বা তারও বেশিবার ৫০ রান বা এই রানের চেয়েও বড় ইনিংস খেলেছেন তিনি। এর আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে চারটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস দেখা গিয়েছিল গেইলের ব্যাটেও। ২০০২ সালে ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটসম্যান গড়েছিলেন এই কীর্তি। ভারতের বিপক্ষে এক সিরিজে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল ডি ভিলিয়ার্সের।
×