ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরলেন ধাওয়ান

প্রকাশিত: ০৯:৫৮, ১১ মার্চ ২০১৯

 সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরলেন ধাওয়ান

শাকিল আহমেদ মিরাজ ॥ ২০১৮’র সেপ্টেম্বরের পর ক্রমাগত ব্যর্থতায় শিখর ধাওয়ানের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে দেখা গেছে। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরির পর আবার ব্যর্থতা। ধাওয়ানের কি বিশ্বকাপ খেলা হবে? অনেকের মনে এমন প্রশ্ন জাগছিল। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে নিন্দুকদের জবাব দিলেন। চ-িগড়ে রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে চতুর্থ ওয়ানডেতে খেললেন ১৪৩ রানের মনোমুগ্ধকর ইনিংস। শচীন টেন্ডুলকর-বীরেন্দর শেবাগকে টপকে রোহিতের সঙ্গে হলেন ওয়ানডে ওপেনিং জুটিতে চতুর্থ সর্বাধিক রানের ভাগিদার। যাকে বলে একেবারে ‘ব্যাক উইথ এ ব্যাং।’ ধাওয়ানের উইলোবাজিতে মোহালি দেখল চার-ছক্কার বন্যা। ১১৫ বলে ১৮ চার ও ৩ ছক্কায় ১৪৩ রান করে ধাওয়ান যখন আউট হন ভারতের স্কোরে তখন পর্বত ছোঁয়ার ইঙ্গিত। ৫০ ওভারের শেষে যেটি ৯ উইকেটে ৩৫৮। অস্ট্রেলিয়াকে অবশ্য আরও কঠিন পরীক্ষায় ফেলতেই পারত ভারত। আগের তিনটি ম্যাচে ধাওয়ানের ব্যাট ‘বোবা’ থেকে গিয়েছিল। চাপ বাড়ছিল তার ওপর। এদিন ব্যাট হাতে মোক্ষম জবাব দিলেন বাঁহাতি ওপেনার। মোহালির সবুজ গালিচায় ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৪৩ রান করেন। এই মোহালিতেই অভিষেক টেস্টে শিখর ধাওয়ান খেলেছিলেন ১৮৭ রানের রাজকীয় ইনিংস। রবিবাসরীয় মোহালিতে কথা বলল ধাওয়ানের ব্যাট। ধাওয়ানের মতোই আর এক ভারতীয় ওপেনার রোহিত শর্মাও নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন এদিন। শেষ তিনটি ওয়ানডে থেকে ‘হিটম্যান’ করেছিলেন মাত্র ৫১ রান। রোহিত ও ধাওয়ান অসি বোলিংকে খুন করলেন। ওপেনিং জুটিতে করলেন ১৯৩ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত (৯৫)। ধাওয়ান অবশ্য সেঞ্চুরির পর রান তোলার গতি বাড়িয়েছেন। তিন নম্বরে নেমে লোকেশ রাহুল সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ২৬ রানে ফিরতে হয়েছে তাকে। নাগপুর ও রাঁচিতে অধিনায়িক বিরাট কোহলি (৭) সেঞ্চুরি করলেও মোহালিতে ব্যর্থ। ঋষভ পন্থ দ্রুত ৩৬ রানের ইনিংস খেলেন। এদিন ওয়ানডেতে গ্রেট শচীন টেন্ডুলকর-বীরেন্দর শেহবাগ জুটিকে ছাপিয়ে গেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতে তারা যোগ করেন ১৯৩ রান। তার ফলেই শচীন-বীরুর পার্টনারশিপে করা ৪৩৮৭ রান অতিক্রম করেছেন তারা। ওয়ানডেতে রোহিত-ধাওয়ান জুটির ঝুলিতে মোট রান এখন ৪৫৭১। সর্বোপরি ভারতের হয়ে ওয়ানডে পার্টনারশিপে সবচেয়ে বেশি রানের মালিক অবশ্য সচীন-সৌরভ। তাদের সংগ্রহে রয়েছে ৮২২৭ রান। রবিবারের পর শচীন-বীরু নেমে গেছেন তিন নম্বরে। বিশ্বক্রিকেটে ওপেনিং পার্টনারশিপে শচীন ও সৌরভ ৬৬০৯ রান করে শীর্ষে রয়েছেন। রোহিত ও ধাওয়ান ৪৫২৬ রান করে এই তালিকায় (ওপেনিং পার্টনারশিপ) এখন চার নম্বরে।
×