ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরি

প্রকাশিত: ০৯:৫৭, ১১ মার্চ ২০১৯

  ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) খেলতে এসে কনুইয়ে চোট নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। সেই চোট সারাতে করাতে হয়েছিল অস্ত্রোপচার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরেই ডেভিড ওয়ার্নার স্বরূপে দেখা দিলেন। হাঁকালেন বিধ্বংসী এক সেঞ্চুরি। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেট ওয়ানডেতে সিডনির ক্লাব র‌্যান্ডউইক পিটারসহ্যামের হয়ে পেনরিথের বিপক্ষে মাত্র ৭৭ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। দেড় মাসের বেশি সময় পর মাঠে ফিরে খেলা তার ইনিংসটি ৭টি ছক্কা ও ৪টি চারে সাজানো। ৩১৪ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওয়ার্নার আউট হওয়ার পরই বিপর্যয়ে পড়ে তার দল। শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ২১৯ রানে। এ মাসের শেষদিকে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অনেকেই ভেবেছিলেন এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন নিষেধাজ্ঞা শেষ হওয়া দুই তারকা। কিন্তু আসন্ন এই সিরিজের জন্য বিবেচনা করা হয়নি স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। যদিও এ মাসেই উঠে যাচ্ছে তার নিষেধাজ্ঞা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ২২ মার্চ অনুষ্ঠিত হবে শারজায়। সিরিজের শেষ দুটি ওয়ানডে হবে ২৯ ও ৩১ মার্চ। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, শেষ দুটি ম্যাচের জন্য স্মিথ-ওয়ার্নারকে দলে রাখা যেত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই তারকাকে দলে নেয়া প্রয়োজনও ছিল। তাকে দলে না নেয়ার জবাব যেন সেঞ্চুরি হাঁকিয়ে ফেরত দিলেন ওয়ার্নার। যদিও বিশ্বকাপে বড় দুই তারকাকে পুরোপুরি ফিট পেতেই তাড়াহুড়ো করতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খোদ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স আইপিএলকেই দুই তারকার বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন, ‘স্টিভ ও ডেভিডের নিষেধাজ্ঞা ২৮ মার্চ শেষ হবে। ওরা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাদের জন্য সবচেয়ে ভাল হবে ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের খেলা। যেখানে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়। ডেভিড সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবে। আর স্টিভ খেলবে রাজস্থান রয়্যালসের হয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই দুই ক্রিকেটার এবং তাদের ক্লাবের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে। ওয়ানডে বিশ্বকাপ ও এ্যাশেজ সিরিজকে সামনে রেখে তাদের অগ্রগতি ও উন্নতি অবশ্যই আমাদের পর্যবেক্ষণে থাকবে।’ গত বছরের (২০১৮) মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কলঙ্কে জড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ানরা। তরুণ ক্যামেরন ব্যানক্রফটকে টেম্পারিং-এ উৎসাহ যোগান অধিনায়ক স্টিভ স্মিথ ও আরেক তারকা ওয়ার্নার। পরবর্তীতে তা স্বীকারও করে নেন দু’জনে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ব্যানক্রফটকে ৬ মাস, স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে।
×