ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চালাকি করে ফাঁসলেন রামোস

প্রকাশিত: ১০:৫১, ২ মার্চ ২০১৯

 চালাকি করে ফাঁসলেন রামোস

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে- অতি চালাকের গলায় দড়ি। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোসের ক্ষেত্রে এমনই হয়েছে। ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সের ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গকে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক। গত ১৪ ফেব্রুয়ারি আয়াক্সের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। ওই ম্যাচের ৮৯ মিনিটে হলুদ কার্ড দেখেন রামোস। যে কারণে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিয়মের মধ্যে থেকেই দ্বিতীয় লেগের ম্যাচ থেকে নিষিদ্ধ হন তিনি। যার ফলে রিয়াল শেষ আটের টিকেট পেলে ওই ম্যাচে ফিরতে পারতেন রামোস। কিন্তু ম্যাচ শেষে রামোস নিজেই স্বীকার করেছিলেন ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখার কথা। ব্যাস, এতেই ফেঁসে গেছেন তিনি। নিজের ইচ্ছায় হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল অধিনায়ককে নিষিদ্ধ করেছে উয়েফা। খেলায় যেমন পারঙ্গম, তেমনি মাথা গরমেও ওস্তাদ রামোস। একই কা- করে ফের আলোচনায় এসেছেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। আয়াক্সের বিরুদ্ধে ম্যাচ শেষে রামোস নিজেই জানিয়েছিলেন, ম্যাচের ফলের দিকে তাকালে এটা বলা ভুল হবে যে আমি ইচ্ছে করে কার্ড দেখিনি। এটা প্রতিপক্ষকে খাটো করা নয় কিংবা এও ভাবা নয় যে আমরা ছিটকে গেছি। তবে ফুটবলে মাঝে মাঝে অনেক কঠিন সিদ্ধান্তও নিতে হয়। রামোসের এমন মন্তব্যের পরই ক্ষেপে যায় উয়েফা। ইচ্ছাকৃতভাবে কার্ড দেখার ঘটনাটিকে তারা খেলার জন্য অপমানজনক হিসেবে যথাযথ তদন্ত করে ঘটনার। যেখানে দোষী প্রমাণিত হওয়ায় দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ এবং বাড়তি আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে রিয়াল অধিনায়ককে। এর ফলে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে গেলেও প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না রামোস। রামোসকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উয়েফা জানায়, আমাদের শৃঙ্খলা পর্যালোচনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সার্জিও রামোসকে উয়েফা প্রতিযোগিতার পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো। এর কারণ হলো ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখা। এই দুই ম্যাচ নিষেধাজ্ঞার একটি হলো দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে। সঙ্গত কারণেই উয়েফার এই বিষয়টি একদম পছন্দ হয়নি। তাদের কন্ট্রোল, এথিক্স ও ডিসিপ্লিনারি বডি বিবৃতি দিয়ে রামোসের নামের পাশে ঝুলিয়ে দিয়েছে বাড়তি আরেক ম্যাচ নিষেধাজ্ঞা। আয়াক্সের বিরুদ্ধে এর আগেও একই কারণে নিষিদ্ধ হয়েছিলেন রামোস। ২০১০-১১ মৌসুমে সাবেক কোচ জোশে মরিনহোর নির্দেশে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেছিলেন রামোস ও রিয়ালের সাবেক মিডফিল্ডার জাবি এ্যালানসো।
×