ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুনির আত্মবিশ্বাস এখনও তুঙ্গে

প্রকাশিত: ১১:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

রুনির আত্মবিশ্বাস এখনও তুঙ্গে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েইন রুনি। ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি। ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলকে গত বছরেই বিদায় বলে দিয়েছেন তিনি। তবে ক্লাব ফুটবলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। গত মৌসুমে এভারটন থেকে আমেরিকান ক্লাব ডি.সি ইউনাইটেডে যোগ দেন ৩৩ বছরের এই তারকা ফুটবলার। তবে বয়স যাই হোক না কেন? সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার এখনও নিজের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। রুনি এখনও ইংলিশ প্রিমিয়ার লীগের মতো শীর্ষ সারির লীগে খেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সিএনএন স্পোর্টকে দেয়া এক সাক্ষাতকারে ওয়েইন রুনি বলেন, ‘যদি একদম সত্যিটা বলি, আমি এখনও ইংলিশ প্রিমিয়ার লীগে খেলতে পারি। আমি নিজের যোগ্যতা সম্পর্কে বেশ ভাল জানি। আমি সবসময়ই একজন আত্মবিশ্বাসী মানুষ। নিজের ব্যাপারে সবসময়ই উচ্চাকাক্সক্ষা পোষণ করি।’ ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টারের এই বিখ্যাত ক্লাবে দীর্ঘ ১৩ বছর খেলেছেন ওয়েইন রুনি। ওল্ডট্র্যাফোর্ডে অসামান্য সব কীর্তি গড়েছেন তিনি। এক যুগেরও বেশি সময় রেড ডেভিলদের জার্সিতে কী জেতেননি রুনি? প্রিমিয়ার লীগ, এফএ কাপ, ইংলিশ লীগ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা ইউরোপা লীগ কিংবা ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে নিজেকে ইংলিশ স্ট্রাইকার নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গল্পটা খুব দুঃখজনক ছিল তার। জোশে মরিনহোর সঙ্গে বনাবনি হচ্ছিল না রুনির। যে কারণেই শেষ পর্যন্ত ম্যানইউ ছাড়তে হয় ৩৯৩ ম্যাচে প্রতিনিধিত্ব করে ১৮৩ গোল করা এই স্ট্রাইকারকে। তবে জোশে মরিনহোও এখন ম্যানচেস্টার ইউনাইটেডের অতীত গল্প। গত বছরেই স্পেশাল ওয়ানকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটি। তার অধীনে ওলে গানার সোলসজায়েরকে কোচ হিসেবে নিয়োগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ বদলানোর পর থেকেই যেন বদলে যায় ইউনাইটেডের ভাগ্য। ওলে গানার সোলসজায়ের কোচ হওয়ার পর আর কোন ম্যাচেই পরাজয় দেখেনি ম্যানইউ। টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা দলটি এর নয় ম্যাচেই জয়ের স্বাদ পায়। যে কারণে এই কোচের ওপরই আস্থা রাখছেন ফুটবলবোদ্ধাদের অনেকে। তাদের মধ্যে রুনিও সোলসজায়েরের পক্ষে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার মনে করেন জোশে মরিনহোর উত্তরসূরি হিসেবে সোলসজায়েরই সঠিক। এ প্রসঙ্গে ইংল্যান্ডের জার্সিতে ১২০ ম্যাচে ৫৩ গোল করা রুনি বলেন, ‘ওলে গানার ব্যক্তি হিসেবে চমৎকার। আমি মনে করি ক্লাব মৌসুমের শেষেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে। তবে ওলে যদি পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখে তাহলে ব্যাপারটা দারুণ হবে এবং স্থায়ী কোচ হিসেবে তাকে নিয়োগ দিতে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও সহজ হবে।’ তবে প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ হিসেবে ওলে গানার সোলসজায়েরের বিকল্পও ভেবে রেখেছেন রুনি। হ্যাঁ, সাবেক ইংলিশ স্ট্রাইকারের এই তালিকায় প্রথম পছন্দ মাউরিসিও পোচেত্তিনো। এ প্রসঙ্গে রুনি বলেন, ‘যদি ঠিক তা না হয়, ক্লাব যদি ওলের বিকল্প কারও কথা চিন্তা করে সেক্ষেত্রে আমি মনে করি পোচেত্তিনোই সঠিক ব্যক্তি।’
×