ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোঃ রাশেদুল হক

জাজাই-রশিদ ও আফগানদের রেকর্ডে সয়লাব এক সিরিজ

প্রকাশিত: ১১:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

জাজাই-রশিদ ও আফগানদের রেকর্ডে সয়লাব এক সিরিজ

ভারতের দেরাদুনে শেষ হলো আফগানিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি২০ সিরিজ। যেখানে আইরিশদের ৩-০ তে ‘হোয়াইটওয়াশ’ করে উপমহাদেশীয় ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানরা। তবে সিরিজটি আলোচনায় থাকবে একাধিক দলীয় ও ব্যক্তিগত রেকর্ডের জন্য। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে ২৭৮ রান তুলে টি২০ ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আসগর আফগানের নেতৃত্বাধীন আফগানিস্তান। মাত্র ৬২ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংসের পথে সেদিন কাঁপিয়ে দেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। একদিন বাদেই তৃতীয় ম্যাচে হ্যাটট্রিকসহ টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে বিরল কীর্তি গড়েন তারকা লেগস্পিনার রশিদ খান। টি২০তে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেও টানা ৪ উইকেটের রেকর্ড এই প্রথম। ম্যাচে তার শিকার সংখ্যা ৫। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০তে টস হেরে ব্যাট করতে নেমে জাজাইয়ের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৭৮ রান করে আফগানিস্তান। জবাবে ১৯৪/৬Ñএ থামা আয়ারল্যান্ড হারে ৮৪ রানে। আফগানিস্তানের ২৭৮/৩ টি২০তে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার ২৬৩/৩, ২০১৬ সালে পাল্লেকেলেতে, শ্রীলঙ্কার বিপক্ষে। আর আফগানদের আগের সেরা ছিল ২৩৩/৮, আয়ারল্যান্ডের বিপক্ষেই, ২০১৭ সালে, গ্রেটার নয়ডায়। রানের পাহাড় গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান উসমান গনির (৭৩) সঙ্গে জাজাইয়ের (১৬২*) রেকর্ড উদ্বোধনী জুটি। ওপেনিংয়ে ১৭ ওভার ৩ বলে তারা তোলেন ২৩৬ রান। টি২০তে যে কোন জুটিতেই এটি নতুন রেকর্ড। আগের সেরা ছিল এ্যারন ফিঞ্চ ও ডি অর্চি শর্টের ২২৩, গত জুলাইয়ে হারারেতে, জিম্বাবুইয়ের বিপক্ষে। আর জুটিতে আফগানিস্তানের আগের সেরা ছিল তৃতীয় উইকেটে, গত অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আসগর আফগানের সঙ্গে জাজাইয়ের ১১৬ রান। ওপেনিংয়ে এবারই প্রথম শতরানের জুটি পেল দেশটি। তাদের আগের সেরা ছিল ২০১৫ সালের অক্টোবরে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে মোহাম্মদ শাহজাদের সঙ্গে গনির ৯৫। আফগানিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০ তে সেঞ্চুরি হাঁকানো জাজাই মাত্র ১০ রানের জন্য ছুঁতে পারেননি ফিঞ্চের সর্বোচ্চ রানের রেকর্ড। গত জুলাইয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যানের ১৭২ এখনও সেরা। ৬২ বলে অপরাজিত ১৬২ রান করার পথে একটি রেকর্ড অবশ্য ফিঞ্চের কাছ থেকে কেড়ে নিয়েছেন জাজাই। ১৬ ছক্কায় গড়েছেন টি২০তে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউথ্যাম্পটনে ১৫৬ রান করার পথে ফিঞ্চের ১৪ ছক্কা ছিল এতদিনের রেকর্ড। ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার সঙ্গে হয়ে গেছে দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। আফগান ব্যাটসম্যানরা সব মিলিয়ে ২২ বার উড়িয়ে সীমানা ছাড়া করেছেন বল। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের অধিকারে। ২০১৬ সালের আগস্টে ভারতের বিপক্ষে ২১ ছক্কা হাঁকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ ছক্কায় তাদের পাশে বসেছিল ভারত। এক ইনিংসে আফগানিস্তানের সর্বোচ্চ ছক্কা ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের ১৭টি। এদিন মাত্র ৪২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন জাজাই। টি২০ তে তার চেয়ে কম ৩৫ বলে সেঞ্চুরি আছে কেবল দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মার। আর তৃতীয় ও শেষ টি২০ ইতিহাসের সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন রশিদ খান। তবে বল হাতে আফগানিস্তান লেগস্পিনার সেখানেই থেমে থাকেননি, টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে গড়েছেন নতুন ইতিহাস। ছোট্ট ফরমেটের ক্রিকেটে এমন ঘটনা আর দ্বিতীয়টি নেই। পরশু দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিরল এই কীর্তি গড়েন ২০ বছর বয়সী আফগান সুপারস্টার। ম্যাচে তার বোলিং বিশ্লেষণ ৪-০-২৭-৫। মেহাম্মদ নবীর পাগলাটে ব্যাটিংয়ে ৭ উইকেটে ২১০ রনের পাহাড় গড়ার পর আইরিশদের ১৭৮/৮Ñএ থামিয়ে তুলে নেয় ৩২ রানের জয়, সিরিজে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করে ৩-০ ব্যবধানে। বড় রান তাড়ায় শুরুতেই পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে এ্যান্ডি বালবার্নির সঙ্গে ৯৬ রানের জুটিতে দলকে কক্ষপথে রাখেন আরেক তারকা কেভিন ও’ব্রায়েন। ৭ চারে ৩৩ বলে ৪৭ রান করা বালবার্নিকে বোল্ড করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন জিয়াউর রহমান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৯ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। সেই পাঁচ ওভারের তিনটি ছিল রশিদের। তাই একটু এগিয়ে ছিল আফগানিস্তানই। তবে ও’ব্রায়েন ক্রিজে থাকায় আশায় ছিল আইরিশরা। ষোড়শ ওভারে বোলিংয়ে ফিরে শেষ বলে ও’ব্রায়েনকে কট বিহাইন্ড করে শিকার ধরেন রশিদ। ৪৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৭৪ রান করে ফিরেন ও’ব্রায়েন। পরের ওভারের প্রথম দুই বলে আফগান লেগ স্পিনার তুলে নেন জর্জ ডকরেল ও শেন গেটকেটের উইকেট। হয়ে যায় হ্যাটট্রিক। পরের বলে ফেরান সিমি সিংকে! গড়েন টি২০তে টানা ৪ বলে ৪ উইকেট নেয়ার বিরল কীর্তি। এরপর নিজের শেষ ওভারে ফিরে তুলে নেন জন লিটলকে! ২৭ রানে পাঁচ উইকেট নেন রশিদ। টি২০তে তার আগের ৫ উইকেট ছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই। ২০১৭ সালের মার্চে গ্রেটার নয়ডায় ৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, পাকিস্তানের উমর গুল ও ইমরান তাহিরের পর চতুর্থ বোলার হিসেবে টি২০তে একাধিকবার ৫ উইকেট নিলেন রশিদ। তার আগে টস হেরে ব্যাট করতে নেমে উসমান গনির সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে ভাল শুরু এনে দেন হজরতউল্লাহ জাজাই। গনিকে এলবিডব্লিউ করে ৪.১ ওভার স্থায়ী জুটি ভাঙেন বয়েড র‌্যানকিন। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তানকে পথ দেখান মোহাম্মদ নবি। ৭ ছক্কা ও ৬ চারে ফিরেন ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে। বিস্ফোরক ব্যাটিং আর আঁটসাঁট বোলিং নবিকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার। প্রথম ম্যাচেও সেরার পুরস্কার জেতা এই অলরাউন্ডারের হাতে ওঠে সিরিজ সেরার পুরস্কারও।
×