ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের আরেকটি পরাজয়

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 রিয়াল মাদ্রিদের আরেকটি পরাজয়

স্পোর্টস রিপোর্টার ॥ এবার জিরোনার কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে এসে সান্তিয়াগো সোলারির দলকে ২-১ গোলে হারিয়ে গেল তুলনামূলক খর্বশক্তির দল জিরোনা। এই ম্যাচে হারায় স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ২৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট। অবস্থান তিনে। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে যথারীতি বার্সিলোনা। ২৪ ম্যাচ থেকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের দখলে ৫৪ পয়েন্ট। অথচ টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ছিল রিয়াল মাদ্রিদ। আত্মবিশ্বাসটাও বেড়ে যায় বহুগুণে। কিন্তু তাদের এক ঝাঁকুনিতেই আত্মবিশ্বাসের সেই পাল ছিঁড়ে দিল জিরোনা। অবনমনের খাড়ায় দাঁড়ানো কাতালান ক্লাবের দুর্দান্ত কামব্যাক করা ম্যাচে এগিয়ে গিয়েও পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার সঙ্গে শিরোপা লড়াইতে আবারও পিছিয়ে পড়ল বেল-বেনজেমারা। ম্যাচটা ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। ঘরের মাঠে প্রথম ১৫ মিনিট গুছিয়ে উঠতে পারেনি কোন দলই। ১৬ মিনিটে গিয়ে প্রথম আক্রমণটা করে রিয়াল। টনি ক্রুজের পাস থেকে জিরোনা পোস্টে শট নেন লুকাস ভাসকুয়েজ। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্সে প্রতিহত হয় তার প্রথম প্রচেষ্টা। প্রথমার্ধের ২৩ মিনিটে টনি ক্রুজের পাস থেকে নেয়া করিম বেনজেমার শট বিফল হওয়ার এক মিনিট পরই লিড নেয় স্বাগতিকরা। ক্রুজের সেন্টার থেকেই হেডে গোল করেন ক্যাসেমিরো। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটেই সমতায় ফিরে জিরোনা। ক্রিস্টিয়ান স্টুয়ানির হেড বারে লেগে ফিরে আসার পর গোলে জোরালো শট নেন ডগলাস লুইস। কিন্তু সেই বল গোলকিপারের মতোই হাত দিয়ে আটকে দেন সার্জিও রামোস। রিয়ালের অধিনায়ককে হলুদ কার্ড দেখানোর সঙ্গে জিরোনাকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়ান উরুগুইয়ান ফরোয়ার্ড স্টুয়ানি। ম্যাচের ৭৫ মিনিটে এগিয়ে যায় সফরকারী জিরোনা। দুর্দান্ত হেডে রিয়ালের জালে বল জড়ান পোর্ত। অতিরিক্ত সময়সহ ম্যাচের শেষ কয়েক মিনিট রিয়ালকে খেলতে হয় ১০ জনকে নিয়ে। ৯০ মিনিটে লালকার্ড দেখে যে মাঠ ছাড়েন অধিনায়ক সার্জিও রামোস। জিরোনার ডি-বক্সে উঁচু বল বাইসাইকেল কিক নিতে গিয়ে রামোসের লাথি লাগে প্রতিপক্ষ ডিফেন্ডারের মুখে। আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন রামোস, ফলে এবার তাকে সরাসরি লালকার্ড দেখিয়ে দেন। যা চলতি লা লিগায় পঞ্চম হলুদ কার্ড। লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ লালকার্ড দেখার লজ্জাজনক রেকর্ডও এখন তার দখলে।
×