ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

প্রকাশিত: ০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার দরপতনে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এদিন দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে। সোমবারে উভয় বাজারেই বিমা খাতের কোম্পানিগুলোকে চাহিদার শীর্ষে থাকতে দেখা গেছে। গত কয়েকদিনে টানা পতনে বেশিরভাগ বীমা কোম্পানির দর লোভনীয় পর্যায় আসার কারণেই বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। জানা গেছে, আগের দিনের মতো সকালটা শুরু হয়েছিল সূচকের উত্থান দিয়ে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ ও ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১১ ও ২০০৩ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ৭১৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮১২ কোটি ৭৭ লাখ টাকার। অর্থাৎ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯৩ কোটি টাকা কমেছে। ডিএসইতে দিনটিতে গ্রামীণফোনের দর কমে যাওয়া সূচককে প্রভাবিত করেছে বেশি। অন্যদিকে বীমা খাতের কোম্পানিগুলোর লেনদেন কম হওয়ার কারণেই তা খুব বেশি সূচকে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। সারাদিনে ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির বা ৪৫ শতাংশের, কমেছে ১৫১টির বা ৪৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৪২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে মুন্নু সিরামিক এবং ২৩ কোটি ৫৩ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ডরিন পাওয়ার। ডিএসইতে সার্বিক লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজ, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইল ক্রাফট, জেএমআই সিরিঞ্জ এবং গ্রামীণফোন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। আর ২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×